বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত বিদায়ী শিক্ষিকা হোসাইনে হাবিবা করিম চৌধুরী

প্রচ্ছদ » ভোলা সদর » ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত বিদায়ী শিক্ষিকা হোসাইনে হাবিবা করিম চৌধুরী
বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ব্যতিক্রমী এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হলো ভোলার পুলিশ লাইন্স সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আলহাজ্ব হোসাইনে হাবিবা করিম চৌধুরীকে। প্রায় ৩০ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরজনিত বিদায়কালে প্রিয় ছাত্র-ছাত্রী, সহকর্মী শিক্ষক, প্রাথমিক শিক্ষা প্রশাসনের কর্মকর্তাসহ বিদ্যালয়ের প্রতিষ্ঠা পক্ষ অর্থাৎ জেলা পুলিশের শ্রদ্ধা সম্মান আর পরম ভালোবাসায় সিক্ত হলেন এই শিক্ষিকা।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর হোগলা মিয়া বাড়ী পরিবারের সদস্য এবং কাচিয়া মিয়া বাড়ী পরিবারের শামছুর রহমান সাবের মিয়ার স্ত্রী হোসাইনে হাবিবা করিম চৌধুরী ১৯৯৩ সালের ২ জানুয়ারী ১৪৪নং ভোলা পুলিশ লাইন্স সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করেন। ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তিনি অবসরে যান। বিদায়ের এ সময়ে তার স্কুল কর্তৃপক্ষ আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠানের। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সুপার শিরীন শবনম। সভাপতিত্ব করেন, ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা। তারা সবাই আলোচনায় তার শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার কর্মময় জীবনের দায়িত্বকালে নিষ্ঠা, সততা আর আন্তরিকতার চিত্র তুলে ধরেন। বিদায়ী সংবর্ধনায় অভিষিক্ত আলহাজ্ব হোসাইনে হাবিবা করিম আবেগ আপ্লুত হয়ে কর্মময় জীবনে এবং বিদায়ী অনুষ্ঠানে সংশ্লিষ্টদের ভালোবাসায় সিক্ত হতে পেরে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তার সহকর্মী ইব্রাহিম খলিল বক্তব্য রাখেন। বিদায়ী এ শিক্ষকের সহকর্মী নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা, বাপ্তা শক্তি সংঘের প্রধান শিক্ষক, কালীনাথ বাজার, চরনোয়াবাদসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরাও অংশ নেন। অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রবীন শিক্ষকদের অনুস্মরণ কওে নবীন শিক্ষকদেরকে শিক্ষকতা করার আহ্বান জানান। এসময় জেলা পুলিশ, বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং শিক্ষকার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা আলহাজ্ব হোসাইনে হাবিবা করিম চৌধুরীকে বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১:৩৩:৪৫   ২৫২ বার পঠিত