জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভোলায় বুক সাঁতার ও চিত সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রচ্ছদ » খেলা » জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভোলায় বুক সাঁতার ও চিত সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২



মোঃ মনিরুল ইসলাম ॥
ক্রীড়া পরিদপ্তর কর্তৃক পরিচালিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় ভোলা সদর উপজেলায় ছেলেদের অনুর্ধ্ব-১৬ বছর শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত বুক সাঁতার ও চিত সাঁতার প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুল ইসলাম।

---

জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আলী সূজা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য প্রভাষক মোঃ মনিরুল ইসলাম।
রবিবার সকালে অনুষ্ঠিত বুক সাঁতার ও চিত সাঁতার প্রতিযোগিতায় ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজ, ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসা, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলাস্কুল), টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম বলেন, বর্তমান সরকার আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাদক হতে দূরে রাখতে, জঙ্গিবাদ রুখতে, ইভটিজিং, অসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ হতে দূরে রাখতে খেলাধুরার গুরুত্বারোপ করেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব সমাজ খেলাধুলা বিমুখ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা মোবাইলসহ বিভিন্ন বাজে নেশায় আসক্ত হয়ে পড়েছে। যুব সমাজকে খেলাধুলামুখী করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের লেখাধুলামুখী হতে হবে। খেলাধুলা শরীরচর্চা ও মেধা বিকাশে সহায়তা করে। বিশেষ করে দ্বীপজেলা ভোলা চারদিকে নদী বেষ্টিত জেলা। এই জেলার সকল শিক্ষার্থীকে বাধ্যতামূলক সাঁতার জানা জরুরী। এ ব্যাপারে জেলা ক্রীড়া অফিস বিশেষ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি অভিভাবকদেরকে তাদের সন্তানদেরকে খেলাধুলামুখী করতে আরও সচেতন হতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:১২   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সদন বিতরণ



আর্কাইভ