বোরহানউদ্দিনে বাসের চাপায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিহত

প্রচ্ছদ » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে বাসের চাপায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিহত
মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২



বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার যাত্রীবাহী একটি বাসের চাপায় নাহিদ (৯) নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস অফিসের দক্ষিণ পাশে মেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ উপজেলার রতনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মফিজুল ইসলামের ছেলে। সে তার খালার বাসায় থেকে লেখাপড়া করত। বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আবু নোমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নাহিদ সোমবার দুপুরে স্কুল বিরতির সময় সহপাঠীদের সঙ্গে সাইকেলে করে টিফিন খেতে বাসায় রওনা দেয়। এ সময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নিয়ে যান। সেখানে তার পরিস্থিতি অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ভোলা সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নাহিদ।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি আসলেই মর্মান্তিক এবং দুঃখজনক। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছে। তবে তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১:৩৬:৩৭   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
ভোলায় নিষেধাজ্ঞার ১৮ দিনে ১৫৬ জেলের কারাদণ্ড
ভোলায় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলা সদর উপজেলা নির্বাচনে ভোটারদের দুয়ারে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ
ভোলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন
অবৈধ দখলে চলে যাচ্ছে পাউবো’র জমি ॥ নিরব কর্মকর্তারা
ভোলায় বঙ্গবন্ধু সাজে সেজেছে ক্ষুদে শিক্ষার্থীরা
বোরহানউদ্দিনে ৩ মাদকসেবীকে আটক ॥ টাকার বিনিময়ে ২জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ
ভোলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ
কাউন্সিলর থেকে উদ্যোক্তা লালমোহনের মনির



আর্কাইভ