বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় আইনজীবিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলায় আইনজীবিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ৮ আগস্ট ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ভোলা জেলা আইনজীবি সমিতি ভবন সন্মুখে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্যরা এই কর্মসূচী পালন করেন।

---

একঘন্টা ব্যাপী এই মাবনবন্ধনে আইনজীবিরা এই হত্যাকান্ডের প্রতিবাদ এবং বিচার দাবী করে শ্লোগান দেন। পরে জাতীয়তাবাদী আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সালাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠ বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য বিচার বিভাগীয় তদন্ত করার দাবি জানান। পাশাপাশি যেসব পুলিশ সদস্য অতিউৎসাহী হয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে গুলি করে ২ জনকে হত্যা করছে, শতাধিক লোককে আহত করছে তাদের চিহ্নিত করে পুলিশি কার্যক্রম থেকে ক্লোজ করে বিচারের আওতায় আনার জন্য দাবি তুলেন। সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবি সমিতির বিভিন্ন আইনজীবি এসময় বক্তব্য রাখেন।
গত ৩১ জুলাই ভোলায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম। ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
সেই বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টায় মারা যান নুরে আলম। বৃহ¯পতিবার রাতে আলতাজুর রহমান কলেজ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় তাকে।

বাংলাদেশ সময়: ০:০৮:৩৭   ৩৬৪ বার পঠিত