জমির বিরোধ নিয়ে হামলা, আসামীদের হুমকিতে আতঙ্কিত ভুক্তভোগী পরিবার

প্রচ্ছদ » অপরাধ » জমির বিরোধ নিয়ে হামলা, আসামীদের হুমকিতে আতঙ্কিত ভুক্তভোগী পরিবার
শুক্রবার, ৫ আগস্ট ২০২২



---

চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাসন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে জমি জমার বিরোধ নিয়ে মারধর ও বসত ঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনায় মামলা দায়ের হলেও আসামিদের এক মাসেও গ্রেপ্তার করেনি পুলিশ। মামলা তুলে নিতে প্রভাবশালী ওই আসামীদের অব্যহত হুমকি ধমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে ভূক্তভোগি ওই পরিবারটি। যদিও পুলিশের দাবী আসামীরা পলাতক থাকায় গ্রেপ্তার করতে পারেননি তারা। শুক্রবার (৫আগস্ট) ভূক্তভোগি নারী ও মামলার বাদি ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের প্রতিবেশী শহিদ রাঢ়ী ও আবুল বসার রাঢ়ীদের সাঙ্গে ২৪ শতাংশ জমির বিরোধ শুরু হলে স্থানীয়ভাবে চেয়ারম্যান ও গ্রামের মাতবরগণ শালিশ সমোঝতা করে দেন। শালিস ফয়সালার মাধ্যমে প্রতিপক্ষরা ১ লাখ ১০হাজার টাকা নিয়েও স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় চেয়ারম্যান ও মাতবরদের শালিশ উপেক্ষা করে গত ১১ জুলাই সোমবার বিকেলে প্রতিপক্ষ শহিদ রাঢ়ী ও আবুল বসার রাঢ়ীর নেতৃত্বে ২০-২৫জনের একটি সংঘবদ্ধ গ্রুপ ওই বিরোধীয় জমি দখলের চেস্টা করেন। এসময় আমার বাবা শাহ জালাল বাধা দিলে প্রতিপক্ষরা আমার পরিবারের ওপর অর্তকিত হামলা চালায়। আমাদের উদ্ধারে পরিবারের অপর সদস্যরা এগিয়ে গেলে ওই দলবদ্ধ চক্র তাদের ওপরও হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে আমাদের পরিবারের ৫ নারী ও আমার পিতা এবং ভাইসহ ৭জন গুরুতর আহত হন। স্থানীয়রা আমাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি থাকার সুযোগে হামলাকারীরা ফের বাড়ি ঘরে হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর করে এবং লুটপাট চালিয়ে ঘরে থাকা টাকা ও স্বর্নালঙ্কার হাতিয়ে নেন। এঘটনায় তিনি বাদী হয়ে গত ১২ জুলাই ৮ জনকে আসামী করে চরফ্যাসন থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের পর আসামীরা পুলিশের সাথে আতাঁত করে প্রকাশ্য ঘুরে বেড়ালেও কোন আসামীকে গ্রেপ্তার করেননি থানাপুলিশ। আসামী গ্রেপ্তার না হওয়ায় মামলা তুলে নিতে আসামীদের অব্যহত হুমকি ধমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে ভূক্ত পরিবারের সদস্যরা।
অভিযুক্ত শহিদ রাঢ়ী ও তাঁর পরিবারের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাইফুল জানান, মামলা দায়েরের পর আসামীরা পলাতক থাকায় কোন আসামীকে গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৭   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা
ভোলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার



আর্কাইভ