সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

প্রচ্ছদ » আইন ও আদালত » সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
শুক্রবার, ৫ আগস্ট ২০২২



---

আজকের ভোলা রিপোর্ট ॥
পুলিশের সঙ্গে সংঘর্ষে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহীম নিহতের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল বৃস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের বিক্ষোভ কর্মসূচি শেষে একটি মিছিল বের করেন আইনজীবীরা। পরে মিছিলটি সুপ্রিমকোর্টের মাজার গেট, শিক্ষা ভবন ও এর আশেপাশের এলাকায় প্রদক্ষিণ করে। মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী মো. কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার খন্দকার মার-ই-য়ামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারাসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেন, দেশে বিচার নেই। আমি বলবো এই সরকার অবৈধ সরকার। আগামী রোববার সারা দেশের ৬৪ বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মানববন্ধন অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ এই হত্যাকা- ঘটিয়েছে। আর হামলার জন্যে ভোলাকে বেছে নিয়েছে তারা। এ সময় আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে দুইজন নেতার নিহতের প্রকৃত কারণ বের করার জন্য ভোলায় পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি টিম। এদিকে গত বুধবার দিবাগত রাতে তারা ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের বাসভবনে যান। অন্য দিকে ছাত্রদলের জেলা সভাপতি নূরে আলমের মৃত্যুর ঘটনায় গতকাল বৃস্পতিবার সকাল থেকেই শুরু হবে অর্ধদিবস হরতাল। সম্প্রতি ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হন। এই হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করে বিএনপি।

বাংলাদেশ সময়: ২:০৭:৫৪   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় শিক্ষার্থীদের নিয়ে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার
ভোলা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত
ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি-সম্পাদকসহ ৫ পদে আওয়ামীলীগ প্যানেল জয়ী
ভোলায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
নাশকতার মামলায় টুকু-জুয়েলসহ বিএনপির ২৯ নেতাকর্মীর কারাদণ্ড
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
ভোলায় আইনজীবীদের খতিয়ান তোলা আরো সহজতর করণের আশ্বাস দিলেন ডিসি
বিচারক সোহেল আহম্মেদ স্মরণে ভোলায় ফুলের শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া
ভোলায় ৫০-৪০ বছর আইনপেশায় নিয়োজিত আইনজীবীদেরকে সংবর্ধনা



আর্কাইভ