উজানের পানির চাপে ভোলার মেঘনায় তীব্র ভাঙন

প্রচ্ছদ » জেলা » উজানের পানির চাপে ভোলার মেঘনায় তীব্র ভাঙন
মঙ্গলবার, ২৮ জুন ২০২২



ছোটন সাহা ॥
উজান থেকে নেমে আসা পানির তোড়ে ভোলার মেঘনায় ফের ভাঙন বেড়েছে। গত এক সপ্তাহ ধরে তীব্র ভাঙন চলছে। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে মেঘনার পাড়ের মানুষ। এখন ভাঙনের মুখে দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মসজিদ, একটি মাছের আড়তসহ প্রায় দুই শতাধিক ঘড়বাড়ি। সোমবার (২৭ জুন) ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের জোরখাল থেকে চর মোহাম্মদ আলী পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে এ ভাঙন চলছে। হঠাৎ করেই এ ভাঙন বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে নদীর পাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, গত এক বছর ধরে এমন ভাঙন চললেও কার্যকরী কোনো ধরনের ব্যবস্থা নেয়নি ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে পাউবো বলছে, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

---

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর মেঘনায় ভাঙন শুরু হলেও গত চারদিন ধরে তীব্র ভাঙন চলছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে অর্ধশতাধিক মিটার এলাকা। এখন বিস্তীর্ণ এলাকা ভাঙনের মুখে। স্থানীয় বাসিন্দা রানা বাংলানিউজকে বলেন, ভাঙনের তীব্রতা বেড়ে গেছে। এজন্য বেশ মানুষ আতঙ্কিত। তবে ভোলা পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এদিকে ভাঙন থেকে রক্ষায় এরই মধ্যে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ ব্যাপারে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান জানান, উজানের পানির চাপে ভাঙন ৬শ মিটার দৈর্ঘের এলাকা দিয়ে বেড়েছে, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে আমরা আপাতত ২শ মিটার এলাকা দিয়ে জিও ব্যাগ ও জিও টিউব ডা¤িপং করে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি। এছাড়াও সাড়ে চার কিলোমিটার এলাকায় সিসি ব্লকের মাধ্যমে স্থায়ী পদক্ষেপ নিতে ৪শ কোটি টাকার একটি প্রকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সেটি পাস হলে কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১:০৩:১০   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় মহানবী (সা.)কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
ক্যাপসিকাম চাষে ঝুঁকছেন ভোলার কৃষকরা
ভোলায় তরমুজের ক্রেতা নাই
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে



আর্কাইভ