বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় সাংবাদিক হাবিবুর রহমানকে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা

প্রচ্ছদ » জেলা » বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় সাংবাদিক হাবিবুর রহমানকে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২



মোঃ বিল্লাল হোসেন ॥
ভোলার প্রথিতযশা সাংবাদিক এম. হাবিবুর রহমান বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২১ পাওয়ায় ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২২ জুন) সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম. ফারুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

---

এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, সিভিল সার্জন ডাক্তার কে. এম. শফিকুজ্জামান, ভোলা আইনজীবী সমিতির সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুল হক লিটু, ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, অধ্যক্ষ মাকসুদুর রহমান, অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরী, অধ্যক্ষ হারুন অর রশিদ, অধ্যক্ষ মাজাহারুল ইসলাম, ভোলা বারের যুগ্ম সাধারণ স¤পাদক এ্যাডভোকেট মো. ইউসুফসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তিত্ব এম হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু।
সংবর্ধিত ব্যক্তিত্ব এম. হাবিবুর রহমান ১৯৪৪ সালের ৩১ জানুয়ারি ভোলা শহরের ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। এম. হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক ডিগ্রি নিয়ে ১৯৬৮ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকার ডেক্স রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। ১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সংবাদ “কাঁদো বাঙালি কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে লাশ” শিরোনামে তার সংবাদ ৪ দিন পর পূর্বদেশ পত্রিকায় ছাপা হয়। ওই সংবাদ প্রকাশের পর রাজধানীসহ সারা দেশের মানুষ জানতে পারেন।
এরপর ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিক হাবিবুর রহমান ভোলায় পাকহানাদার বাহিনীর টর্চার সেলের কাছাকাছি গিয়ে মুক্তিযোদ্ধাদের উপর করা অত্যাচার নির্যাতনের ছবি তুলেছিলেন। যা পরবর্তীতে পূর্বদেশ পত্রিকায় ছাপা হয়েছিল। হাবিবুর রহমান ১৯৮৪ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগ দেন। ১৯৮৫ সালে বাংলাদেশ বেতারে যোগ দিয়েছেন। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পেয়েছেন রাষ্ট্রপতি পদক।
এরপর ১৯৯৪ সালে ভোলা থেকে ‘দৈনিক বাংলার কণ্ঠ’ নামে একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে নিয়মিত সাংবাদিকতা করছেন বাংলাদেশ বেতারে।
১৯৭২ সাল থেকে দীর্ঘদিন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গত এক যুগ সভাপতির দায়িত্ব পালন করছেন। হাবিবুর রহমান ছিলেন মুসলিম ইনস্টিটিউট এন্ড পাবলিক লাইব্রেরির সম্পাদক।
পাশাপাশি ছাত্রজীবনে দক্ষিণাঞ্চলে ফুটবলার হিসেবেও খ্যাতির শিখরে ছিলেন হাবিবুর রহমান। সাংবাদিকতায় অর্ধশত বছর পূর্ণ করার গৌরব অর্জন করায় এ বছর তিনি বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২১ লাভ করেন।

বাংলাদেশ সময়: ৪:৩২:৪৪   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় মহানবী (সা.)কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
ক্যাপসিকাম চাষে ঝুঁকছেন ভোলার কৃষকরা
ভোলায় তরমুজের ক্রেতা নাই
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে



আর্কাইভ