লালমোহনে সালিশে উভয় পক্ষ থেকে ঘুষ দাবির জেরে গোবর মেখে মেম্বারকে মারধর

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে সালিশে উভয় পক্ষ থেকে ঘুষ দাবির জেরে গোবর মেখে মেম্বারকে মারধর
শনিবার, ১৮ জুন ২০২২



লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মো. লোকমান হোসেনকে পথরোধ করে অতর্কিত হামলা ও গোবর মেখে জুতা দিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ৩নং ওয়ার্ডের মেম্বার লোকমানকে চতলা বাজারে শুক্রবার সন্ধ্যায় একই এলাকার তোফাজ্জল মাষ্টারের ছেলে মুহিভ ফখরুল ডাক্তারের ফার্মেসির সামনে জুতায় গোবর লাগিয়ে এলোপাতাড়ি মারপিট করে। পরে হোন্ডা ছেড়ে যাওয়ার সময় আবার পেছন থেকে গোবর তার গায়ে মারে।

এলাকার মানুষ জানান, বিচার ফয়সালায় দুই পক্ষের সঙ্গে চুক্তি করে ব্যাপক ঘুষ নিয়ে যে পক্ষ দাবিকৃত ঘুষ পরিশোধ করতে পারে তার পক্ষে মরিয়া হয়ে উঠে মেম্বার লোকমান। তার এই কর্মকা-ে আমরা অতিষ্ঠ।
এ ঘটনায় মুহিভের কাছে জানতে চাইলে তিনি জানান, তার শ্যালকের পরিবারের একটি ঝামেলা রয়েছে। সেটি ফয়সালা করার জন্য লোকমান মেম্বার মোটা অংকের ঘুষ দাবি করেন। তার দাবিকৃত ঘুষের টাকা পুরোপরি পরিশোধ করতে না পারায় অপর পক্ষের সাথে হাত মিলিয়ে উল্টো চাপ সৃষ্টি করে। সে ব্যপারে তার সাথে বাজারে কথা বাড়াবাড়ি হয়।
ভুক্তভোগী লোকমান মেম্বারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি ঘটনার দিন সন্ধ্যায় হোন্ডা চালিয়ে আসার সময় ফখরুল মিয়ার ফার্মেসির সামনে মুহিভ পেছন থেকে আমার উপর সন্ত্রাসী হামলা চালায় এবং আমার গায়ে গোবর মারে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৪১   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মহানবী (সা.)কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০ মণ মাছ জব্দ
মনপুরায় গাঁজাসহ এক মুদি ব্যবসায়ীকে আটক
বোরহানউদ্দিনে ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
ভোলায় সাড়ে ৩ হাজার কেজি অবৈধ মাছ জব্দ করেছে কোস্টগার্ড
মুখে গামছা বেঁধে সিসিটিভি বন্ধ করেও রক্ষা পেল না চোর
মেঘনায় ১৫ হাজার তরমুজ নিয়ে ডুবে গেল ট্রলার, উদ্ধার-৬ নিখোঁজ-১
ভোলায় ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলের কারাদন্ড
ওয়েষ্টার্নপাড়ায় ব্যাংক কর্মকর্তা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী আটক
ভেজাল সেমাই তৈরি, লালমোহনে ৩ কারখানাকে জরিমানা



আর্কাইভ