বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

জারিগানে জাতীয় পর্যায়ে প্রথম বোরহানউদ্দিনের ইউপিএস

প্রচ্ছদ » বিনোদন » জারিগানে জাতীয় পর্যায়ে প্রথম বোরহানউদ্দিনের ইউপিএস
সোমবার, ৬ জুন ২০২২



---

আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় (খ গ্রুপে) “দলীয় জারিগান” ইভেন্টে অংশগ্রহণ করে “প্রথম স্থান” অর্জন করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন (ইউপিএস) এর শিক্ষার্থীরা। সোমবার (৬ জুন) ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে (খ গ্রুপে) “দলীয় জারিগান” ইভেন্টে অংশগ্রহণ করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুল ৮টি বিভাগের মধ্যে ১ম স্থান অধিকার করে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন।জারীগান দলের নেতৃত্বে ছিলেন ১০ম শ্রেণির শিক্ষার্থী অহনা রাণী দাস। এছাড়াও দলে অংশ গ্রহণ করেনন রাসনা আক্তার, মোসা. আমরিন, খাদিজা আক্তার বাঁধন ও মিথিলা আলম মিম।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহে অংশগ্রহণ করে ইউপিএস সামান্য নম্বরের ব্যবধানে দ্বিতীয় স্থান অধিকার করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৩   ৫৪০ বার পঠিত