ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভেলুমিয়া চ্যাম্পিয়ন

প্রচ্ছদ » খেলা » ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভেলুমিয়া চ্যাম্পিয়ন
শনিবার, ২৮ মে ২০২২



---

আদিল হোসেন তপু ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ভোলা সদর উপজেলা পর্যায়ের ফাইনার খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোলা গজনবী স্টেডিয়ামে ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বাপ্তা ইউনিয়নকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভেলুমিয়া ইউনিয়ন।  খেলার শুরুতে ভেলুমিয়া ইউনিয়ন ১-০ গোলে এগিয়ে ছিলো। খেলার শেষ বাশিঁ বাজার আগে বাপ্তা ইউনিয়ন গোল পরিশোধ করে খেলা ১-১ গোলে সমতা ফিরান। পরে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে ৫-২ গোলের ব্যবধানে ভেলুমিয়া ইউনিয়ান চ্যাম্পিয়ান হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের গোল রক্ষক রাকিব। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজীব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মো: আলী সুজা, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: ফয়ছেল, সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ মে ভোলা গজনবী স্টেডিয়ামে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে উপজেলা পর্যায়ে এই টুর্নামেন্ট শুরু হয়। আগামী রবিবার থেকে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হবে।

বাংলাদেশ সময়: ০:৩৬:৫২   ৫৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সদন বিতরণ



আর্কাইভ