ভোলায় চ্যানেল-২৪ এর ১০ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তারা ॥ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকুক চ্যানেল-২৪

প্রচ্ছদ » জেলা » ভোলায় চ্যানেল-২৪ এর ১০ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তারা ॥ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকুক চ্যানেল-২৪
বুধবার, ২৫ মে ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
‘দশে আমরা দেশের তরে’ স্লোগানকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালী সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বে দরবারে ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে ভোলায় দেশের জনপ্রিয় নিউজ ‘চ্যানেল-২৪’ টিভির ১০ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায়  ভোলা প্রেস ক্লাবে ‘চ্যানেল-২৪’ এর বর্ষপূতি উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে শুরুতে আগত অতিথিদের স্বাগত জানান, চ্যানেল-২৪ এর ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু।

---

বর্ষপূতি অনুষ্ঠানে ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা প্রবীন সাংবাদিক আবু তাহের, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, ভোলা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জুন্ন রাইহান, ভোলা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন প্রমুখ।
এসময় চ্যানেল-২৪কে শুভেচ্ছা জানান, এসএ টিভি জেলা প্রতিনিধি এ্যাডভোকেট সাহাদাত শাহিন, সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, একুশে টিভির জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু, আবৃত্তি শিল্পি শারমিন জাহান শ্যামলী, মানবজমিনের জেলা প্রতিনিধি এ্যাড. মনিরুল ইসলাম, মাইটিভির জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন, প্ল্যান ইন্টারন্যাশনের জেলা সমন্বয়কারী শহিদুল ইসলাম, ভোলা চিলড্রেন স্পেশাল স্কুলের পরিচালক মো: জাকিরুল হক প্রমুখ।
এসময় উপস্থিত থেকে আরো শুভেচ্ছা জানান, ভোলা জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামতউল্ল্যাহ, দেশ টিভির জেলা প্রতিনিধি ছোটন সাহা, এনটিএন বাংলার জেলা প্রতিনিধি মো: ছিদ্দিকউল্ল্যাহ, মোহনটিভির জেলা প্রতিনিধি জসিম রানা, ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলম, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন, ভোলানিউজটুয়েন্টিফোরডটকম এর নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমি, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি মো: অনিক, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মো: ইমতিয়াজুর রহমান, এনজিও কর্মকর্তা মর্তূজা খালেদ, বার্তা২৪ জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশু, তজুমদ্দিন রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক রাহিম, যুগ্ম-সাধারন সম্পাদক মেহেদী হাসান মামুন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক তানজিলুর রহমান, আশিষ দে, সময় টিভির ফটো সাংবাদিক উৎপল দেবনাথ, চ্যানেল২৪ ফটো সাংবাদি অঙ্কুর রায়, আরটিভির ফটোসাংবাদিক বিজয় বাইন, রানা, সোহেল, ইউছুফ, রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ারবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পত্রিকা ও আনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জীবন পূরাণ আবৃত্তি সংসদের সভাপতি আবৃত্তি শিল্পী মসিউর রহমান পিংকু ও প্রভাষক ইভান তালুকদার। সংক্ষিপ্ত আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য শেষে অতিথিরা কেক কেটে  চ্যানেল-২৪ টেলিভিশনের ১০বর্ষ উদযাপন করেন।
আলোচনা সভা শেষে কেক কাটা ও কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধিসহ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় বক্তারা দীর্ঘ ১০ বছরের চ্যানেল-২৪ এর নানা সাফল্যের প্রশংসা করে অতিথিরা বলেন, যে কোনো ঘটনার সাথে সাথে তাৎক্ষণিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চ্যানেল-২৪। দেশের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। অতিথিরা চ্যানেল-২৪ টেলিভিশনের উত্তোরাত্তোর সাফল্য কামনা করেন। নিরপেক্ষ ও বাস্তব সংবাদ বেশি বেশি পরিবেশনের আহ্বান জানান।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজ এই টিভি চ্যানেল সর্বক্ষেত্রে দর্শক এবং সোশ্যাল মিডিয়ায় পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে। তবে তৃণমূল পর্যায়ের মানুষের দু:খ দুর্দশা এবং ইতিবাচক নানা উন্নয়নমূলক কাজের চিত্র সংবাদ প্রচারের মাধ্যমে জনগণকে জানানোর ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দরা।

বাংলাদেশ সময়: ০:৫১:০৭   ৬০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
ভোলায় নিষেধাজ্ঞার ১৮ দিনে ১৫৬ জেলের কারাদণ্ড
ভোলায় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলা সদর উপজেলা নির্বাচনে ভোটারদের দুয়ারে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ
ভোলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন
অবৈধ দখলে চলে যাচ্ছে পাউবো’র জমি ॥ নিরব কর্মকর্তারা
ভোলায় বঙ্গবন্ধু সাজে সেজেছে ক্ষুদে শিক্ষার্থীরা
ভোলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ
কাউন্সিলর থেকে উদ্যোক্তা লালমোহনের মনির
পশ্চিম ইলিশায় ইউপি সদস্যের স্বামীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল



আর্কাইভ