পশ্চিম ইলিশায় জমিজমাকে কেন্দ্র করে নারীসহ ৪জনকে পিটিয়ে জখম

প্রচ্ছদ » অপরাধ » পশ্চিম ইলিশায় জমিজমাকে কেন্দ্র করে নারীসহ ৪জনকে পিটিয়ে জখম
মঙ্গলবার, ২৪ মে ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নে জমিজমার বিরোধকে কেন্দ্র করে নারী-বৃদ্ধসহ ৪জনকে এলোপাথাড়ি পিটিয়ে জখম করেছে ভূমিদস্যু ইউনুছ-নাজীর বাহিনী। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মোঃ সামছুল হক, নাসিমা বেগম, মোইফুল, স্বপন। সোমবার (২৩ মে) সকালে সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী মোঃ স্বপন জানিয়েছেন।

---

অভিযোগ ও আহতদের সূত্রে জানা গেছে, ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা মোঃ স্বপন পৈত্রিক স¤পত্তি দুই একর বিশ শতাংশ জমি ভোগদখল করে আসছে। ওই জমি জোরপূর্বক দখলের নেওয়ার জন্য একই এলাকার ইউনুছ, নাজীর গংরা দীর্ঘদিন ধরে পায়তারা চালাচ্ছে। এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার শালিস মিমাংসায় বসে জমির মালিক স্বপনদের পক্ষে রায় দেয়। বিষয়টি নিয়ে থানা পুলিশের সহায়তা শালিস বৈঠকে বসে দুই পক্ষের কাগজপত্র দেখে স্বপন গংদের পক্ষে রায় দেয়। সে অনুযায়ী সোমবার (২৩ মে) সকালে সরজমিনে জমি আমিন দিয়ে মেপে পিলার স্থাপন করতে গেলে ইউনুছ, নাজীর, রাজিব, জুলি, পরী গংরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জমির ভোগদখলীয় মালিক মোঃ স্বপন গংদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ইউনুছ-নাজীর বাহিনী মোঃ সামছুল হক, নাসিমা বেগম, মোইফুল, স্বপনকে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। স্বপন গংদের আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ঝড়ো হলে আহতদের সাথে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে হামলাকারী ইউনুছ-নাজীর বাহিনী চলে যায়। হামলায় আহত সামছুল হক, নাসিমা বেগম, মোইফুল, স্বপনদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে হামলার শিকার জমির মালিক স্বপন জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত ইউনুছ-নাজীর গংদের সাথে একাধিকার যোগযোগ করে কাউকে পাওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জহির বলেন, জমিজাম নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে দুই গ্রুপকে নিয়ে বসে অপরাধিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন বলেন, পশ্চিম ইলিশায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০:৫৯:২৫   ৮৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা
ভোলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার



আর্কাইভ