ভোলায় পিতার সম্পত্তি থেকে আপন ভাই বঞ্চিত ॥ মিথ্যা মামলা দিয়ে হয়রানী

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় পিতার সম্পত্তি থেকে আপন ভাই বঞ্চিত ॥ মিথ্যা মামলা দিয়ে হয়রানী
রবিবার, ২২ মে ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় ইলিশা সড়কে সোনামিয়া বেপারী বাড়িতে ভূমিদস্যুর অত্যাচারে আপন ভাইসহ নিজ বাড়ির লোকজন অতিষ্ঠ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, দীর্ঘ দিন যাবৎ জাহাঙ্গীর ও তার ছেলে মহসিন মুহুরী মিলে জাহাঙ্গীরের ভাইকে জসিম উদ্দিনকে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করে এবং এই পিতার সম্পত্তি দাবি করতে গেলে তাকে নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে জেল খাটান। জেল থেকে বের হওয়ার পরেও আপন ভাইয়ের কাছে পিতার সম্পত্তি চাইলে ভাতিজা মুহসিন মুহুরী বিভিন্ন সময় রিকশাচালক চাচা জসীমউদ্দীনকে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে আসছেন। তাদের ভয়ে জসিম উদ্দীন পাঁচটি সন্তান রেখে পালিয়ে বেড়ায়।
ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, আমার পিতার সম্পত্তি চাইতে গেলে আমার ভাই ও ভাতিজা আমাকে নারী নির্যাতন মামলা দিয়ে জেল খাটায় এবং আমাকে বিভিন্ন রকম মামলা ও প্রাণনাশের হুমকি ধামকি দেয়।
একই বাড়ির বিল্লাল জানান, মহসিন মুহুরী ও জাহাঙ্গীরের কারণে আমরা বাড়ির লোকজন বসবাস করতে কষ্ট হয়। মহসিন মুহুরী নিজের সম্পত্তির সাথে সে আমাদের বাড়ির সকলের সম্পত্তি বিভিন্নভাবে দখল করার চেষ্টা করে এবং আমাদের বাড়ির এজমালী পুকুরটি সে এককভাবে দখল করে আছে। আমরা আমাদের জায়গায় ঘর দরজা করতে গেলে সে আমাদেরকে বিভিন্ন রকম বাধাঁ প্রদান করে ও হুমকি-ধামকির মাধ্যমে আমাদের জমিনে আমাদের ঘর দুয়ার করতে দেয় না।
বাড়ির একাধিক লোক জানায় আমরা এই মহসিন মুহুরী ও জাহাঙ্গীরের অত্যাচারে খুব দিশেহারা হয়ে আছি। অনেক চেষ্টা করে জাহাঙ্গীর ও মহসিন মুহুরীর সাথে যোগাযোগ করা যায়নি।
এই অত্যাচার থেকে বাঁচার জন্য তার ভাই ও বাড়ির লোকজন থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০:৪৭:৩৪   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ