বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সাগরের জেলেদের ফিরিয়ে আনতে মাইকিং

প্রচ্ছদ » ভোলা সদর » সাগরের জেলেদের ফিরিয়ে আনতে মাইকিং
মঙ্গলবার, ১০ মে ২০২২



---

স্টাফ রিপোর্টার ॥
সাগর থেকে জেলেদের ফিরিয়ে আনতে মাইকিং শুরু করেছে মৎস্যবিভাগ। সোমবার (৯ মে) সকাল থেকে এ প্রচারণা শুরু করে তারা। জেলা মৎস্য বিভাগের হিসেবে, গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত ৮ থেকে ২০ হাজার জেলেকে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে ২০ হাজার জেলে সাগরে রয়েছে বলে জানিয়েছিল মৎস্যবিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, উপকূলীয় জেলেদের নিরাপদে আসতে মাইকিং করা হচ্ছে। এছাড়াও নতুন করে যাতে কেউ নদী বা সাগরে না যায় সেজন্যও মনিটরিং করা হচ্ছে।
এদিকে জেলায় সকাল থেকে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়াও ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ১১ হাজার স্বেচ্ছাসেবী। উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য ৬৯১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।
এদিকে বিকাল ৪টার পর থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি। বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূল জুড়ে।

বাংলাদেশ সময়: ২৩:১১:১৬   ৪৮০ বার পঠিত