ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
“বিনা খরচে নিন আইনগত সহায়তা-শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জজ আদালতের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মেলা ওএক আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।

---

আলোচনা সভার শুরুতে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ভোলা সদর-১ আসনের সাংসদ সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভার্চ্যুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন। এসময় আলোচনায় অংশ নেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সদস্য সচিব সাব্বির মো. খালিদ, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মাদ সাইফুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সানাউল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দরিদ্র, অসহায় সাধারণ মানুষ যাতে বিনা খরচে আইনী সহায়তা পেতে পারে এজন্য লিগ্যাল এইড কাজ করছে। আমরা চাই মামলাজটমুক্ত বিদেশি বিনিয়োগ অনুকূল স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তিপূর্ণ একটি পরিবেশ।এ দেশে আদালতের বাইরে লিগ্যাল এইড অফিস হোক মামলা নিষ্পত্তির অন্যতম কেন্দ্র।
র‌্যালিতে বিচারক, আইনজীবী, জনপ্রতিনিধি, বিচারপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।পরে আইন সহায়তা দিবসের উপর এক মঞ্চ নাটক পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ২:০২:৫৩   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় শিক্ষার্থীদের নিয়ে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার
ভোলা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত
ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি-সম্পাদকসহ ৫ পদে আওয়ামীলীগ প্যানেল জয়ী
ভোলায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
নাশকতার মামলায় টুকু-জুয়েলসহ বিএনপির ২৯ নেতাকর্মীর কারাদণ্ড
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
ভোলায় আইনজীবীদের খতিয়ান তোলা আরো সহজতর করণের আশ্বাস দিলেন ডিসি
বিচারক সোহেল আহম্মেদ স্মরণে ভোলায় ফুলের শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া
ভোলায় ৫০-৪০ বছর আইনপেশায় নিয়োজিত আইনজীবীদেরকে সংবর্ধনা



আর্কাইভ