বুধবার, ২০ মার্চ ২০২৪

দ্বিতীয়বারের মতো সাহিত্য সম্মাননায় পেলেন ভোলার ছেলে শামসুদ্দীন

প্রচ্ছদ » জেলা » দ্বিতীয়বারের মতো সাহিত্য সম্মাননায় পেলেন ভোলার ছেলে শামসুদ্দীন
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
‘স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদ’ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে সাহিত্য সম্মাননায় পেলেন ভোলার ছেলে শামসুদ্দীন। শনিবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ভবনে ‘স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদ’ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মো. আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম ইলিয়াছ, কবি আতিক হেলাল।

---

এসময় আরও উপস্থিত ছিলেন, মোসলেহ উদ্দিন, গুল আফরোজ আহমেদ, আলমগীর জুয়েল, সৈয়দ শাহনুর আহমেদ, আনোয়ার রেজা, মুন্সি কবির হোসেন, বেল্লাল হাওলাদার ও হাসান মনজু প্রমুখ।
গুণীজন সংবর্ধনা ২০২২ অনুষ্ঠানে ভোলার ছেলে কবি মোহাম্মদ শামসুদ্দীনকে সাহিত্য সম্মাননায় ভূষিত করা হয়েছে। এছাড়াও এর আগে ১৪ জানুয়ারি ২০২২ প্রানের মেলা জাতীয় কবি পরিষদ গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানেও সম্মাননায় ভূষিত হয়েছেন।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা পাঙ্গাসিয়া বাঘার হাট গ্রামের মোস্তফা হাওলাদার ও সালেহা খাতুন দ¤পতির সন্তান কবি মুহাম্মদ সামছুদ্দিন। তিনি উপজেলার মৌলভীরহাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪৭   ৪৮১ বার পঠিত