লালমোহনে বিএডিসির খাল খননে চরম অনিয়ম স্থানীয়দের কাছ থেকে টাকা উত্তোলনের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে বিএডিসির খাল খননে চরম অনিয়ম স্থানীয়দের কাছ থেকে টাকা উত্তোলনের অভিযোগ
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২



লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে সেচ প্রকল্পের আওতায় খান খনন প্রকল্পে সীমাহীন দুর্নীতি, ব্যাপক অনিয়ম, স্থানীয়দের কাছ থেকে টাকা গ্রহণ এবং ইচ্ছামত কাজ করাচ্ছে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২ও ৩নং ওয়ার্ডের মধ্য কালমার কাটাখালি খালটি। স্থানীয়রা এটিকে বাকলাই বাড়ীর খাল হিসেবে জানে। জানা যায় ২৭ লক্ষ টাকা ব্যায়ে ঠিকাদার মহিবুল হক নামে জনৈক ব্যাক্তি প্রায় ২ কিলোমিটার কাটাখালি খালটি খাল খননের কাজ শুরু করে ঠিকাদার। খালটি ভেকু মেশিন দিয়ে কাটার কথা থাকলেও কিছু কিছু স্থানে মানুষদিয়ে কাটিয়েছে ঠিকাদার। আবার ভেকু মেশিন দিয়ে পানির মধ্যে কোন রকমে খাল খননের কাজ করছে।

---

স্থানীয়দের অভিযোগ, খালটি খননের সময় ভেকু মেশিনের ড্রাইভার কামাল খাল পাড়ের মানুষের কাছে টাকা দাবী করে। যারা টাকা দিতে অস্বীকার করে কামাল ড্রাইভার তাদের বাড়ীঘর, পানের বরজ সুপারি, নারিকেল ও ফল গাছ নষ্ট করে রাস্তা তৈরী করে ভেকু মেশিন দিয়ে। যারা টাকা দিয়েছে তাদের কোন কিছু নষ্ট করেনাই ড্রাইভার কামাল। এমনকি যেখানে টাকা দেয়া হয়েছে তাদের সেখানে ভেকুর পরিবর্তে মানুষ দিয়ে খাল খননের কাজ করে ঠিকাদার। ওই খাল খনন কাজে ঠিকাদারের দেখাশুনা করার দায়িত্বে থাকা রাকিব হোসেন এই সব টাকা ড্রাইভারকে দিয়ে নিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্থানীয় রফিকুল ইসলাম মৃধা, আকবর মৃধা, বারেক মৃধা, ইউনুছ, আব্বাছ, কামিক দাস, প্রিয় লাল দাস, রনজিত নুরজাহানসহ আরো অনেকে এই অভিযোগ করেন।তারা আরো বলেন, ৩নং ওয়ার্ড বাসিন্দা মোঃ মোশারফ সাঝি ঠিকাদারের দালাল হিসাবে বিভিন্ন লোকজনের কাছে টাকা দাবি করে, টাকা দিতে অস্বীকার করলে ব্যাপক ভাবে গাছ পালা ভাংচুর করে।
অভিযুক্ত স্থানীয়দের কাছ থেকে টাকা গ্রহণ করা ভেকুর ড্রাইভার কামাল বলেন, আমি কোন টাকা নেয়নি। আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছে আমি সেভাবে কাজ করেছি। অভিযুক্ত ঠিকাদাদের লোক রাকিবকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। বিএডিসির লোক বলতে পারবে। তারা যেভাবে বলছে সেভাবে কাজ করা হয়েছে। রাকিবের কাছে ঠিকাদার মহিবুল হকের নাম্বার চাইলে তিনি তার নাম্বার দিতে অস্বীকার করার কারনে ঠিকাদেরর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিএডিসির উপসহকারী প্রকৌশলী আকিব হোসেন বলেন, আমি লালমোহন ও বোরহানউদ্দিনের দায়িত্ব পালন করছি। আমি ওই এলাকার খাল খনন কাজ পরিদর্শণ করেছি। কোন অনিয়ম করে থাকলে সেটা ঠিকাদারের লোক করেছে। এ ব্যাপারে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আমার কিছু বলার নিয়ন নেই।
বিএডিসি লালমোহনের খাল খননের দায়িত্বে থাকা সরকারী কর্মকর্তা সহকারী প্রকৌশলী ফরিদুজ্জামান ভূইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি বর্তমানে ট্রেনিংয়ে আছি। উক্ত খাল খনন করতে গিয়ে স্থানীয়দের সাথে বিভিন্ন সমস্যা হয়েছে। স্থানীয় হুমায়ুন কবিরের বিশেষ অনুরোধে তার গাছ রক্ষার্থে ৫০০ ফুটের মত খাল মানুষ দিয়ে ওরা কোদালে কাটা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:০৪:৫৯   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মহানবী (সা.)কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০ মণ মাছ জব্দ
মনপুরায় গাঁজাসহ এক মুদি ব্যবসায়ীকে আটক
বোরহানউদ্দিনে ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
ভোলায় সাড়ে ৩ হাজার কেজি অবৈধ মাছ জব্দ করেছে কোস্টগার্ড
মুখে গামছা বেঁধে সিসিটিভি বন্ধ করেও রক্ষা পেল না চোর
মেঘনায় ১৫ হাজার তরমুজ নিয়ে ডুবে গেল ট্রলার, উদ্ধার-৬ নিখোঁজ-১
ভোলায় ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলের কারাদন্ড
ওয়েষ্টার্নপাড়ায় ব্যাংক কর্মকর্তা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী আটক
ভেজাল সেমাই তৈরি, লালমোহনে ৩ কারখানাকে জরিমানা



আর্কাইভ