জীবন বীমা কর্পোরেশনের উন্নয়নে ভোলায় মতবিনিময় সভা

প্রচ্ছদ » অর্থনীতি » জীবন বীমা কর্পোরেশনের উন্নয়নে ভোলায় মতবিনিময় সভা
বুধবার, ১৯ জানুয়ারী ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় জীবন বীমা কর্পোরেশন এর ম্যানেজিং ডাইরেক্টর ও অতিরিক্ত সচিব মোঃ জহুরুল হক বলেন, রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশনে গ্রাহকদের কোন টাকা মার যায়না। গ্রাহকদের কোন ক্লেইম অপরিশোধিত থাকে না। তিনি আরও বলেন এমনও নজির আছে ৩ লাখ ৬০ হাজার টাকা জমা দেয়ার পর গ্রাহকের পরিজনকে ২৮ লাখ টাকা ফেরৎ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন সাধারণ জনগণের কাছে জীবন বীমা কর্পোরেশনের কর্যক্রম যথাযথভাবে পৌঁছায়নি। যদি সঠিক তথ্য পৌছানো যেত তা হলে সকলেই বীমা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতেন। কেউ বীমার বাইরে থাকতেন না। জীবন বীমা কার্যক্রমের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন ম্যানেজিং ডাইরেক্টর।

---

বুধবার দুপুর ৩টায় ভোলা জেলা জীবন বীমা কর্পোরেশন কার্যালয়ের সভাকক্ষে বীমা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং এজেন্টদেরকে নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন অতিরিক্ত সচিব জহুরুল হক।
ভোলা জীবন বীমা কর্পোরেশনের এজিএম কাজী মোহাং মাহফুজ উল্লাহের সভাপতিত্বে মতবিনময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের এজিএম মোঃ মাসুদ মিয়া, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, সহ-সভাপতি জুন্নু রায়হান প্রমূখ। এসময় জেলার বিভিন্ন শাখা ইনচার্জ, ডিও এবং এ্যাজেন্টগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৭:৪৯   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা
পথে পথে চাঁদাবাজি, ভোলার তরমুজচাষি ও ব্যবসায়ীরা বিপাকে
ভোলায় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সম্মেলনে রূপালী ব্যাংক পিএলসিকে সর্ব শীর্ষে নিয়ে যাবার অঙ্গীকার
ভেজাল মসলা তৈরি: ভোলায় ২ কারখানাকে জরিমানা
ভোলায় বেড়েছে আলু ও কাঁচা মরিচের দাম
ভোলায় নারী উদ্যোক্তাদের তিনদিনের ঈদমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ঢল
ভোলায় যাত্রা শুরু করেছে দেশীয় ব্র্যান্ড ‘দর্জিবাড়ি’



আর্কাইভ