বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ব্রিজ নয় যেন মরণফাঁদ

প্রচ্ছদ » দৌলতখান » ব্রিজ নয় যেন মরণফাঁদ
শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২



---

দৌলতখান প্রতিনিধি ॥
‘ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পচাগো নামক এলাকায় খালের উপরর নির্মিত ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এ ব্রিজটির উপর দিয়ে কয়েক হাজার লোক চলাচল করতো। প্রায় তিনযুগ পূর্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দক্ষিণ জয়নগর ৭নং ওয়ার্ডের পচাগো নামক এলাকায় খালের ওপর আয়রণ ফুট  ব্রিজটি নির্মাণ করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পচাগো নামক এলাকায় লোহার কাঠামোর ওপর আরসিসি স্লাব দিয়ে  নির্মিত ব্রিজটির মাঝের অংশ ভেঙে খালে পড়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।  আবু তাহের নামে  এক  শিক্ষক জানান, ‘এ ব্রিজটি দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীসহ পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।’ স্থানীয় বাসিন্দা আবু কালাম বলেন, ‘ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে যান ও অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। শিগগিরই নতুন ব্রিজ নির্মাণ করা না হলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের সীমা  থাকবে না।’
এলজিইডি’র দৌলতখান উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান বলেন, ‘ব্রিজটি নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৭:৪৭   ৩৩০ বার পঠিত