ভোলায় অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ে বই বিতরণ

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ে বই বিতরণ
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২



---

আজকের ভোলা রিপোর্ট ॥
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয়ের ৫০বছর পূর্তিতে বেসরকারি উন্নয়ন সংগঠন “অগ্রদূত সংস্থা-এএস” কর্তৃক পরিচালিত “অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়” এর ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরন এবং বিদ্যালয় পরিদর্শন অনুষ্ঠানের পরিদর্শনকালে বই বিতরনসহ ‘অগ্রদূত সংস্থা-এএস’ কর্তৃক অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
বুধবার (১২ জানুয়ারী) বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ‘অগ্রদূত সংস্থা-এএস’ এনজিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন চৌধূরী। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন, সহকারী শিক্ষক ইয়ারুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষা সহায়কবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়কে ২০টি হুইল চেয়ার চলতি মাসের শেষে বিতরন করার প্রতিশ্রুতি দেন এছাড়া প্রধান অতিথি বিদ্যালয়টিকে স্বীকৃতি ও এমপিওভূক্তির তার দপ্তরের প্রয়োজনীয় সহযোগিতার কথা উল্লেখ্য করেন এবং শিক্ষক-কর্মচারীদেরসহ অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। এরপর বিদ্যালয় পরিদর্শন শেষে ‘অগ্রদূত সংস্থা-এএস’ এনজিওর প্রধান কার্যালয় পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৪৮   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত
ভোলায় দিনমজুরদের শীতল পানি ও স্যালাইন বিতরণ করল ইসলামী ছাত্র আন্দোলন
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কেউ গুজবে কান দিবেননা ভোটারদের উদ্দেশ্যে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ



আর্কাইভ