বুধবার, ২০ মার্চ ২০২৪

উপকূলের কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদের যৌথজীবনের ২৩ বছর পূর্তি হলো আজ

প্রচ্ছদ » ভোলা সদর » উপকূলের কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদের যৌথজীবনের ২৩ বছর পূর্তি হলো আজ
বুধবার, ১২ জানুয়ারী ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
আজ দুই বাঙলার জনপ্রিয় কবি ও কণ্ঠশিল্পী, পলিমাটির জনপদ ভোলার কৃতিসন্তান, সাংবাদিক সঙগঠক বহুমাত্রিক প্রতিভাবান সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান মাহমুদের ২৩তম বিবাহবার্ষিকী। পাক্ষিক সময় পূর্বাপরের সম্পাদক, জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুড়ির সভাপতি কবি কণ্ঠশিল্পী হাসান মাহমুদ তারুণ্যদীপ্ত গণমাধ্যমকর্মীদের জোট “ভোলা দক্ষিণ প্রেসক্লাব- বিডিপিসির সম্মানীয় উপদেষ্টা। দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবায় জন্মগ্রহণকারী কবি হাসান মাহমুদের কাব্যগ্রন্থের মধ্যে- জলে দোলে চাঁদ, মধ্যাহ্নের স্বরলিপি, দিগভ্রান্ত সহিস, মুগ্ধতা রূপকথা নদী, চারদিকে উপকূল উল্লেখযোগ্য।

---

স্কুল শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা বহুমাত্রিক হাসান মাহমুদ দৈনিক আজকের কাগজ গ্রুপের সাপ্তাহিক খবরের কাগজের সহকারী স¤পাদক, দৈনিক খবরপত্রের ফিচার এডিটর এর দায়িত্ব পালনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তার সম্পাদিত ‘সময় পূর্বাপর’ সৃজনশীল মহলে তুমুল জনপ্রিয় একটি কাগজ।
কবি কণ্ঠশিল্পী সাংবাদিক সঙগঠক হাসান মাহমুদকে ২৩তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব- আয়েবাপিসি, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব, ভোলা দক্ষিণ প্রেসক্লাব- বিডিপিসি, ভোলা জার্নালিস্ট ফোরাম ঢাকা- বিজেএফডি, অনলাইন প্রেস ইউনিটি, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ, চরফ্যাসন প্রেসক্লাব, বোরহানউদ্দিন প্রেসক্লাব, দৌলতখান প্রেসক্লাব, লালমোহন মিডিয়া ক্লাব, চরফ্যাসন বিএমএসএফ, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
যৌথজীবনের নতুন মোহনায় দাঁড়িয়ে-
সুজন স্বজন সকলের কাছে দোয়া চেয়েছেন কবি হাসান মাহমুদ । বলেছেন, যাপনের ২৩টি বছর অতিক্রান্ত। স্বপ্ন, স্বপ্নভঙ্গ, ত্রান-দান, প্রাপ্তি অপ্রাপ্তির এই যৌথ যাপনে আমাদের জীবন সপ্রাণ থাকে মাটিয়া আর অরিত্র নামের দুটো কুঁড়ির দিকে তাকিয়ে। স্বজনদের আশীর্বাদ প্রার্থী। ভালোবাসা, অন্তহীন…

বাংলাদেশ সময়: ২১:৪৫:৪০   ৩৫৯ বার পঠিত