দৌলতখানে কোস্টগার্ডের অভিযান ট্রলারসহ ১৯ব্যারেল চোরাই তেল জব্দ

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে কোস্টগার্ডের অভিযান ট্রলারসহ ১৯ব্যারেল চোরাই তেল জব্দ
বুধবার, ১২ জানুয়ারী ২০২২



---

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান চালিয়ে চৌকিঘাট থেকে চোরাকারবারীদের পাচারকালে ১৯ ব্যারেল ভোজ্য ও জ¦ালানি তেল আটক করেছে। এ সময় চোরাকারবারীদের পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার ও তেলের ব্যারেল গুলো থানা হেফাজতে রাখা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: তাহসিন রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে দৌলতখানের চৌকিঘাট এলাকায় স্থল এবং নৌ-পথে কোস্টগার্ড সদস্যদের দু’টি টিম অভিচান চালায়। এ সময় চোরাকারবারীরা ওই এলাকায় ভোজ্য ও জ¦ালানি তেলপাচার করছিল। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এ সময় ৩ ব্যারেল তেল, একটি ইঞ্জিনচালিত ট্রলার ও ভ্যানগাড়ী ফেলে সটকে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে ইউএনওর সহযোগিতা নিয়ে আটটি ঘরে অভিযান চালিয়ে তেল ভর্তি ব্যালের গুলো জব্দ করে থানা হেফাজতে রাখা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ছালাউদ্দিন, সবুজ ,হাবু ও মাকসুদের ঘর সহ আটটি ঘর থেকে অভিযান চালিয়ে তেলভর্তি ব্যারেল গুলো জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, অভিযানকালে জব্দ ইঞ্জিন চালিত নৌকা ও তেলের ব্যারেলগুলো থানার জিম্মায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৫:০৯   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা
ভোলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাকা নিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার



আর্কাইভ