দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে অসহায় শিতার্ত মানুষের মাঝে শিতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭জানুয়ারি) সকাল ১১টায় দৌলতখান মহিলা কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করেন কলেজটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আমিরুল ইসলাম (বাচ্চু)। এসময় দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাবির হাছনাইন সহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজটির প্রতিষ্ঠাতা ও সভাপতি বাচ্চু জানান, ‘প্রতি বছর শিতার্তদের মাছে কম্বল বিতরণ করে আসছি। এর অংশ হিসবে আজ দৌলতখানের বেড়িবাঁধ সহ বিভিন্ন অসহায় দুস্থ মানুষের মাঝে পাঁচ শতাধিক শিতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।