বুধবার, ২০ মার্চ ২০২৪

তজুমদ্দিনে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ কাজ শেষ পর্যায়ে

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ কাজ শেষ পর্যায়ে
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
জেলার তজুমদ্দিন উপজেলায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ১০ এমভিএ ক্ষমতা স¤পন্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ কাজ শেষ পর্যায়ে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে উপজেলার মুছিবাড়ি এলাকায় এটির নির্মাণ কাজ প্রায় ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

 

এছাড়া ২০০৯ সাল থেকে এ পর্যন্ত জেলায় ৫২ কোটি টাকা ব্যয়ে মোট ৮টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। ফলে পল্লী এলাকায় আবাসিক কাজের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র কল-কারখানা গড়ে উঠছে বিদ্যুৎকে কেন্দ্র করে। বৃদ্ধি পেয়েছে মানুষের কর্মসংস্থান।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো: আলতাফ হোসেন বলেন, বর্তমানে লালমোহন থেকে সংযোগ এনে তজুমদ্দিনে বিদ্যুতের চাহিদা মেটানো হয়। উপকেন্দ্রটি নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেলে এখান থেকেই বিদ্যুৎ পাওয়া যাবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসারসহ মানুষের সার্বিক জীবন মানের উন্নয়ন হবে। ইতোমধ্যে জেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪০   ৩৩৮ বার পঠিত