বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলার টাঙ্গির খালে বাঁধ দিয়ে মাছ চাষ, বোরো আবাদ বন্ধ

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলার টাঙ্গির খালে বাঁধ দিয়ে মাছ চাষ, বোরো আবাদ বন্ধ
শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১



বিশেষ প্রতিনিধি ॥
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও রাজাপুর ইউনিয়নের সীমানায় প্রবহমান টাঙ্গির খালে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন দুজন জনপ্রতিনিধিসহ ছয় ব্যক্তি। এতে বর্ষাকালে জলাবদ্ধতা ও শীত মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, বাঁধ দিয়ে মাছ চাষের কারণে ওই এলাকায় ১০ থেকে ১২ বছর ধরে ২০০ একর জমিতে বোরো আবাদ বন্ধ হয়ে গেছে।

---

দুই ইউনিয়নের ১০টি গ্রাম ঘুরে দেখা যায়, তেঁতুলিয়া নদী থেকে উঠে আসা টাঙ্গির খালটি ইলিশা নদী ও দারোগার খালের সঙ্গে মিশেছে। টাঙ্গির খাল ছাড়াও সেখানে হুজুখালী, কাটাখালী, কয়লাখালি, বোয়ালখালী, ভারানির খাল, তহশিলদারের খাল, জোড় খাল ও জালুবয়াতির খাল রয়েছে। এসব খালের অনেকাংশ ইলিশা নদীতে ভেঙে গেছে। এর মধ্যে কিছু অংশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধ দিয়ে আটকে দিয়েছে। আর কিছু খাল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল করেছেন। এরমধ্যে রাজাপুর ইউনিয়নে সবচেয়ে বেশি দখল হয়েছে।
খালের মাঝের অংশে বাঁধ দিয়ে রাস্তা বানানো হলেও দুই বাঁধের মাঝখানের বদ্ধ জলাশয়টি কোনো না কোনো প্রভাশালীর দখলে। মাছ চাষে গুটি কয়েক ব্যক্তি লাভবান হলেও খালের আশপাশের কৃষক বা জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কাগজে-কলমে এ প্রকল্পের সুবিধাভোগী আছেন ৪০ জন। তবে মূলত পশ্চিম ইলিশার ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল খালেক, রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিলনসহ তাঁদের কয়েকজন সহযোগী এ প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন বলে স্থানীয় কৃষকদের অভিযোগ রয়েছে।
তেঁতুলিয়া নদী থেকে উঠে আসা টাঙ্গির খালের একটি শাখা রাজাপুরের শান্তিরহাট পুলের গোড়ার কাছ থেকে দক্ষিণ-পূর্ব দিকে মালেরহাট সেতুর কাছ দিয়ে দারোগার খালে মিশেছে। এ শাখা খালের দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার, যা স¤পূর্ণ দখল হয়েছে। এ আড়াই কিলোমিটারের মধ্যে রাজাপুরে পাঁচটি বাঁধ, আর পূর্ব ইলিশা ইউনিয়নের মধ্যে তিনটি বাঁধ দেওয়া হয়েছে। প্রায় এক যুগ আগে পশ্চিম ইলিশার ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল খালেক, রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিলন, নুরনবী, কাজল মিঝিসহ স্থানীয় পাঁচ-ছয়জন ওই খালে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন।
স্থানীয় ৮-১০ জন কৃষক ও জেলের সঙ্গে কথা বলে জানা যায়, ১০-১২ বছর আগে খালে স্থানীয় লোকজন মাছ ধরতেন। এ খালের পানি দিয়ে আশপাশের এলাকায় বোরো আবাদ হতো। তখন খালের তীরে পাঁচ-ছয়টি পা¤প বসিয়ে নিয়মিত বোরো আবাদ করতেন কৃষকেরা। কিন্তু প্রভাবশালীদের দখলের কারণে একসময়ের প্রবহমান খালটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে বোরো আবাদ। এদিকে বর্ষাকাল এলেই খালের আশপাশের বাসিন্দারা জলাবদ্ধতার কবলে পড়েন। এতে আশপাশের পুকুর, মাছের ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে যাচ্ছে। এদিকে জলাবদ্ধতার কারণে খালপার, তীরের পাকা সড়কের স্থায়ীত্ব কমে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কৃষকদের দাবি, এসব বিষয়ে উপজেলা পরিষদে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে লিখিত আবেদন করেও কোনো লাভ হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দখল করা আড়াই কিলোমিটার অংশে ‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের টাকায় তিন দফায় খাল খনন করা হয়েছে। সবশেষ মন্তাজ ব্যাপারীর বাড়ি থেকে আলমগীর মিয়ার চালকল পর্যন্ত প্রায় ২৯৭ শতাংশ খাল খনন করা হয়েছে। এ খননকাজের জন্য ২০১৮-১৯ অর্থবছরে ২০ লাখ টাকা বরাদ্দ হয়েছিল। খননকাজ শেষ হয়েছে ২০১৯ সালের ৩১ মার্চ।
৪০ জন উপকারভোগীই খামারের ভাগ পাচ্ছেন। আর খালে বাঁধ দিয়ে মাছ চাষের কারণে আশপাশের এলাকায় কোনো ক্ষতি হচ্ছে না, বরং এতে খালপার স্থায়ী হয়েছে।
কাগজে-কলমে এ প্রকল্পের সুবিধাভোগী আছেন ৪০ জন। তবে মূলত পশ্চিম ইলিশার ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল খালেক, রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিলনসহ তাঁদের কয়েকজন সহযোগী এ প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন বলে স্থানীয় কৃষকদের অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল খালেক বলেন, ৪০ জন উপকারভোগীই খামারের ভাগ পাচ্ছেন। আর খালে বাঁধ দিয়ে মাছ চাষের কারণে আশপাশের এলাকায় কোনো ক্ষতি হচ্ছে না, বরং এতে খালপার স্থায়ী হয়েছে।
এদিকে মো. মিলন বলেন, আগে জোয়ারের সময় খালের দুই পার ক্ষতিগ্রস্ত হতো। তাই ১০-১২ বছর আগে তৎকালীন উপজেলা চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে মসজিদের সামনে প্রথমে একটি বাঁধ দেওয়া হয়। পরে যার যার জমির সামনের অংশ দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। অন্যদের মতো তাঁরও একটি অংশ আছে বলে তিনি স্বীকার করেছেন।
সরকারি খাল মৎস্য বিভাগ এককভাবে খনন করতে পারে না। খননের আগে উপজেলা নির্বাহী ইউএনও ও এসি ল্যান্ডের অনাপত্তিপত্র বা অনুমোদন দরকার হয়। এ খালও স¤পূর্ণ নিয়ম মেনে খনন করা হয়েছে এবং সেখানে নিয়ম মেনে মাছ চাষ হচ্ছে।
রাজাপুর ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, দখল হয়ে যাওয়া টাঙ্গির খালের রাজাপুর অংশে ৩টি পা¤েপর অধীন প্রায় ১৫০ একরে বোরো আবাদ হতো। পশ্চিম ইলিশার অংশেও কিছু পা¤প বসত। সব মিলিয়ে প্রায় ২০০ একর জমিতে বোরো আবাদ হলেও এখন খালের আশপাশে আর বোরো আবাদ হয় না। রাজাপুরের দখল ও ভরাট হওয়া খালের অনেকগুলো অংশ এখন খনন করে নাব্যতা ফিরিয়ে আনতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, সরকারি খাল মৎস্য বিভাগ এককভাবে খনন করতে পারে না। খননের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভূমি কমিশনারের (এসি ল্যান্ড) অনাপত্তিপত্র বা অনুমোদন দরকার হয়। অনুমোদন পেলে তখন খনন করা হয়। এ খালও স¤পূর্ণ নিয়ম মেনে খনন করা হয়েছে এবং সেখানে নিয়ম মেনে মাছ চাষ হচ্ছে।
ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা বলেন, টাঙ্গির খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ চাষের ব্যাপারে তিনি শুনেছেন। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৪৪   ৩১০ বার পঠিত