বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে মহিলা সমাবেশ

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে মহিলা সমাবেশ
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
জেলার উপজেলা সদরে আজ সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ধনীয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ২০২১-২২ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর ২০২১ প্রান্তিকের সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস।

---

জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিনের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান। বক্তব্য দেন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মাহমুদুল হাসান, ব্যিালয়ের প্রধান শিক্ষক রোকসানা আফরোজ, শিক্ষক অসোক চন্দ্র।
বক্তারা বলেন, বর্তমান সরকারের নানা উন্নয়নের ফলে গ্রামীণ নারী সমাজের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন এসেছে। নারীরাও বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে পরিবারে বাড়তি আয়ের সুজোগ পাচ্ছে। বিশেষ করে বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির ফলে নারীরাও সমাজে অবদান রাখার সুজোগ পাচ্ছে। এসময় যৌতক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক, ইবটিজিং’র বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন ভাবনা সম্পর্কে প্রান্তিক নারী সমাজকে ধারনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:২১:০৫   ২৭৬ বার পঠিত