চরফ্যাশনে র‌্যাবে সাথে বন্ধুক যুদ্ধে দুই দস্যু নিহত ॥ মামলা দায়ের

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে র‌্যাবে সাথে বন্ধুক যুদ্ধে দুই দস্যু নিহত ॥ মামলা দায়ের
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
র‌্যাবের টহল দলের সাথে রোববার ভোরে দক্ষিণ আইচা থানার চরকুকরী মুকরী ইউনিয়নের জাইল্লার খাল নামক এলাকায় বন্ধুক যুদ্ধে অজ্ঞাত পরিচয়ের দুই জলদস্য নিহত হওয়ার ঘটনায়  রোববার বিকেলে পৃথক দুটি মামলা হয়েছে। র‌্যাব- ৮ এ কর্মরত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার র‌্যাব সদস্য ডিএডি এনামুল বাদী হয়ে এ মামলা করেন। মামলাগুলো হল  সরকারী কাজে বাধা মামলা নং-৩ ও অস্ত্র আইনের মামলা নং-৪ দায়ের করেন।

---

র‌্যাবের এজাহার সুত্রে জানা যায়, র‌্যাব ৮ ভোলা ক্যাম্পের একটি দল রোববার ভোর রাতে চরকচ্ছপিয়া ঘাট থেকে কুকরী মুকরী যাওয়ার পথে জাইল্লার খাল নামক এলাকায় পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। র‌্যাব আতœরক্ষার্থে পাল্টাগুলির পর ঘটনাস্থল থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সী  গুলিবিদ্ধ ও নিহত ২ জনের লাশ উদ্ধার করে। এ সময় তাদের সাথে থাকা ২টি দেশীয় পাইপগান, ২টি শুটার গান ২টি রামদা সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে।  অস্ত্র উদ্ধারের বিষয়ে র‌্যাব ৮ এর  অতিরিক্ত পুলিশ সুপার (ওসি) রাজিব রায়হানের সত্যতা নিশ্চিত করেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন বলেন, গোলাগুলির সংবাদ পেয়ে চর কুকরী মুকরীর ঘটনাস্থল জঙ্গলের মধ্য থেকে লাশ উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।  মৃত ব্যাক্তিদের নাম ঠিকানা মামলার এজাহার বা কোথাও উল্লেখ নেই বলে জানান।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় র‌্যাবের একটি টিম টহল জোরদার করেছে।

বাংলাদেশ সময়: ০:১৪:৫০   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় নিষেধাজ্ঞার ১৮ দিনে ১৫৬ জেলের কারাদণ্ড
বোরহানউদ্দিনে ১০৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১
দৌলতখানে জমিজমা বিরোধের জেরে নারীকে বেধড়ক মারধর
অবৈধ দখলে চলে যাচ্ছে পাউবো’র জমি ॥ নিরব কর্মকর্তারা
বোরহানউদ্দিনে ৩ মাদকসেবীকে আটক ॥ টাকার বিনিময়ে ২জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ
পশ্চিম ইলিশায় ইউপি সদস্যের স্বামীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
লালমোহনে প্রতিপক্ষের হামলায় হাসপাতাল বেডে কাতরাচ্ছেন বৃদ্ধ
বোরহানউদ্দিনে ২ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ফের তজুমদ্দিনে জেলে পুনর্বাসনের চাল উদ্ধার নিয়ে চলছে তোলপাড়



আর্কাইভ