চরফ্যাশনে র‌্যাবে সাথে বন্ধুক যুদ্ধে দুই দস্যু নিহত ॥ মামলা দায়ের

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে র‌্যাবে সাথে বন্ধুক যুদ্ধে দুই দস্যু নিহত ॥ মামলা দায়ের
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
র‌্যাবের টহল দলের সাথে রোববার ভোরে দক্ষিণ আইচা থানার চরকুকরী মুকরী ইউনিয়নের জাইল্লার খাল নামক এলাকায় বন্ধুক যুদ্ধে অজ্ঞাত পরিচয়ের দুই জলদস্য নিহত হওয়ার ঘটনায়  রোববার বিকেলে পৃথক দুটি মামলা হয়েছে। র‌্যাব- ৮ এ কর্মরত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার র‌্যাব সদস্য ডিএডি এনামুল বাদী হয়ে এ মামলা করেন। মামলাগুলো হল  সরকারী কাজে বাধা মামলা নং-৩ ও অস্ত্র আইনের মামলা নং-৪ দায়ের করেন।

---

র‌্যাবের এজাহার সুত্রে জানা যায়, র‌্যাব ৮ ভোলা ক্যাম্পের একটি দল রোববার ভোর রাতে চরকচ্ছপিয়া ঘাট থেকে কুকরী মুকরী যাওয়ার পথে জাইল্লার খাল নামক এলাকায় পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। র‌্যাব আতœরক্ষার্থে পাল্টাগুলির পর ঘটনাস্থল থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সী  গুলিবিদ্ধ ও নিহত ২ জনের লাশ উদ্ধার করে। এ সময় তাদের সাথে থাকা ২টি দেশীয় পাইপগান, ২টি শুটার গান ২টি রামদা সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে।  অস্ত্র উদ্ধারের বিষয়ে র‌্যাব ৮ এর  অতিরিক্ত পুলিশ সুপার (ওসি) রাজিব রায়হানের সত্যতা নিশ্চিত করেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন বলেন, গোলাগুলির সংবাদ পেয়ে চর কুকরী মুকরীর ঘটনাস্থল জঙ্গলের মধ্য থেকে লাশ উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।  মৃত ব্যাক্তিদের নাম ঠিকানা মামলার এজাহার বা কোথাও উল্লেখ নেই বলে জানান।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় র‌্যাবের একটি টিম টহল জোরদার করেছে।

বাংলাদেশ সময়: ০:১৪:৫০   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা
ভোলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার



আর্কাইভ