আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভোলায় ‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’র সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভোলায় ‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’র সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১



এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
“নিরাপদ হোক পথযাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে “নিজে সচেতন হলে বাঁচবে একটি প্রাণ”- কথাটি সড়ক দুর্ঘটনার সাথে জড়িয়ে রয়েছে। বর্তমানে সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চারদিকে সড়ক দুর্ঘটনার কথা শুনলে যেন মনে হয় মৃত্যুর মিছিল চলছে আর আমরা সকলে উঠেপড়ে লেগেছি সেই মৃত্যুর মিছিলে যোগ দিতে। আমরা কেউ সচেতন নই, নেই কোন ড্রাইভারদের মধ্যে সচেতনতা।

---

তাই সকলের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং নির্মাণটেক আর্কিটেক্টস এন্ড ইঞ্জিনিয়ার্সের সহযোগিতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলা আয়োজন করে “নিরাপদ হোক পথযাত্রা” নামক ক্যাম্পেইন। ৫ ডিসেম্বর আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষে ২০২১ইং রবিবার সকাল ৯ ঘটিকার সময় ভোলা মোস্তাফা কামাল বাস স্ট্যান্ড জনসচেতনতা বৃদ্ধির জন্য ভলান্টিয়াররা বিভিন্ন শ্লোগান, ফেস্টুন, ব্যানার নিয়ে অর্ধশতাধিক ভলান্টিয়ারদের উপস্থিতিতে প্রচার করেন এবং
স্টিকারের মাধ্যমে বিভিন্ন দিক উপস্থাপন করেন।
বিগত দিনে ভোলা চরফ্যাশন রোডে অনেক মানুষ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং কেউ বা হাত, পা হারিয়েছে পঙ্গু হয়ে বাসায় বন্দী। চালকদের অসাবধানতা এবং মানুষের অসচেতনতার জন্য এই দুর্ঘটনা ঘটে থাকে। তাই সকলের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভিবিডি ভোলা জেলার আজকের আয়োজন “নিরাপদ হোক পথযাত্রা”।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মনিরুল ইসলাম। তিনি বলেন, “জীবনের তাগিদে আমাদের সকলের বাইরে বের হতে হয় আর দিনশেষে যদি আমরা প্রিয়জনের কাছে ফিরে যেতে না পারি তাহলে প্রতিমুহূর্তে আশঙ্কায় কাটতে হবে আমাদের পরিবারকে। আমাদের অসচেতনতা সড়ক দুর্ঘটনাকে বড় আকারের সমস্যা হিসেবে তৈরি করেছে। সড়ক দুর্ঘটনার মত বড় সমস্যাগুলো ছোট ছোট কিছু ভুলের জন্য বৃহৎরূপ লাভ করে। চালকদের অসাবধানতা অন্যতম কারণ। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করাও সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে প্রতীয়মান হয়।
আরো উপস্থিত ছিলেন নির্মানটেক আর্কিটেক্টস এন্ড ইঞ্জিনিয়ার্স এর পরিচালক স্থপতি মোঃ পারভেজ রানা তিনি বলেন, “যদি সড়ক দুর্ঘটনা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি করা যায় কিছুটা হলেও সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। তবে শুধু সচেতনতা বৃদ্ধি যথেষ্ট নয়, এই জন্য সরকার এবং জনগণ দুজনের সমন্বয়ে কাজ করতে হবে। বিশেষ করে সরকারকে একটি যুগোপযোগী মাস্টারপ্ল্যান করতে হবে। রাস্তার পাশে অবৈধ দোকান এবং অন্যান্য অস্থায়ী যত স্থাপনা আছে সেগুলো অপসারণ করতে হবে।
উপস্থিত ছিলেন, ভিবিডি ভোলা জেলার প্রজেক্ট অফিসার খালেদ বিন কবির, মানব সম্পদ কর্মকর্তা আল জুবায়ের, প্রজেক্ট লিডার ফয়জুন, কো-লিডার ফাহাদ, কমিটি মেম্বার এইচ এ শরীফ, শাহিন, ইসরাফিল, ফাইয়া, স্বর্ণা, মারিয়া, রিয়াজ, রাব্বি প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:০৭:৩২   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
দৌলতখানে উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন



আর্কাইভ