খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবীতে ভোলায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ » জেলা » খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবীতে ভোলায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে ভোলায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা ও পৌর যুবদল শহরের বরিশাইল্লাহ দালান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোড প্রদক্ষিণ করে জেলা যুবদল কার্যালয়ের সামনে গিয়ে ঝড়ো হয়। এসময় তারা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়।

---

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের পদপ্রত্যাশী জিয়া উদ্দিন জিয়া, মোঃ হোসেন নাগর, ফয়জুল হক নকীব, অলিউল্লাহ অলি, মোঃ বিল্লাল হোসেন, পৌর যুবদলের পদপ্রত্যাশী মোঃ মহিবুল্লাহ, সোহেল গোলদার, মোঃ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার করা প্রয়োজন। কিন্তু এই স্বৈরাচারী সরকার সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না। এটা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি অবিচার করা হচ্ছে। মানবিকতা, মনুষত্ব্যবোধ নেই বলে শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়ার সাথে এই অন্যায় আচরণ করছে। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হোক। যদি তাকে দ্রুত বিদেশে যেতে দেওয়া না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০:৪৩:২৬   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
দৌলতখানে উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন
রিকশার প্যাডেল চেপে জীবিকা জোগান বৃদ্ধ মালেক
ভোলা-ঢাকা নৌপথের কর্ণফুলী-৩ লঞ্চে অগ্নিকান্ড
ভোলা বারের পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু আর নেই
ভোলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু



আর্কাইভ