বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় অস্বচ্ছল ৫০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রচ্ছদ » জেলা » ভোলায় অস্বচ্ছল ৫০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
জেলার সদর উপজেলায় আজ অস্বচ্ছল ৫০জন প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন।

---

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এখানে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজ্বী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, দৌলতখান উপজেলা সহকারী সমাজসেবা অফিসার হুমায়ুন কবির।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন জানান, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও ভোলা সদর উপজেলা পরিষদ তহাবিল থেকে প্রাপ্ত প্রায় প্রতিটি হুইল চেয়ারের মূল্য ৬ হাজার ৮’শ টাকা করে। সম্পূর্ণ বিনামূল্যে এসব চেয়ার পাওয়ায় অসহায় প্রতিবন্ধী ব্যাক্তিরা স্বাচ্ছন্দ ও নির্বিঘেœ চলাচল থাকতে পারবে। তাদের আর অন্যের উপর নির্ভর করে চলতে হবেনা।
চেয়ারপ্রাপ্ত একাধীক জন জানিয়েছেন, চেয়ার পাওয়ার ফলে সমাজে তাদের মূল্যায়ন ও মর্জাদা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যাক্তিদের পাশাপাশি তাদের সাথে স্বজনরা উপস্থিথ ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০৯:১৩   ২৬৮ বার পঠিত