বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলা জেলায় এবার ও সর্বোচ্চ করদাতা রাশেদুজ্জামান পিটার

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভোলা জেলায় এবার ও সর্বোচ্চ করদাতা রাশেদুজ্জামান পিটার
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলায় এবার ও সর্বোচ্চ করদাতা হয়েছেন দেশের অন্যতম ব্যবসায়ি রাশেদুজ্জামান পিটার। পেশায় ব্যবসায়ি হলেও মননে সমাজসেবী ও মানবাধিকার কর্মী রাশেদুজ্জামান পিটার অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মিররের চেয়ারম্যান। তিনি গত ৮ বছর যাবত ভোলা জেলার সর্বোচ্চ করদাতা হয়ে আসছেন। দেশের বিভিন্ন জেলায় বর্তমানে প্রায় দুই হাজার কোটি টাকার সরকারি উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন রাশেদুজ্জামান  পিটার।

---

ভোলা কর সার্কেল-১০ এর উপকর কমিশনার মোঃ আবদুল মজিদ বুধবার (২৪ নভেম্বর) তার কার্যালয়ে জেলা ভিত্তিক সর্বোচ্চ, দীর্ঘ সময়, মহিলা করদাতা এবং ৪০ বছর বয়সের নীচে তরুণ পুরুষ করদাতাদের নীতিমালা ২০০৮ অনুযায়ী ২০২০-২০২১ করবর্ষে ৭ জনকে পুরস্কার প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হচ্ছেন মোঃ ইব্রাহীম খোকন, মোঃ গোলাম সরোয়ার, মোহাম্মদ আলী জিন্নাহ, আলহাজ্ব মোঃ সানাউল্যাহ, মিসেস ফারজানা ও মোঃ মহসিন।

বাংলাদেশ সময়: ০:০৭:৪২   ২৭৬ বার পঠিত