বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মনপুরায় নিজের বাল্যবিবাহ রুখে দিলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী

প্রচ্ছদ » নারী ও শিশু » মনপুরায় নিজের বাল্যবিবাহ রুখে দিলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
বুধবার, ২৪ নভেম্বর ২০২১



মনপুরা প্রতিনিধি ॥
রাত ১২টা। এক অপ্রাপ্ত বয়স্ক জেলের সাথে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহের সকল আয়োজন চলছিল। সুযোগ পেয়ে ওই ছাত্রী তাৎক্ষনিক ওসির ফোনে বাল্যবিবাহের বিস্তারিত তথ্য দেন। পরে ওসি সাইদ আহমেদ পুলিশ নিয়ে ওই বাল্যবিবাহ অনুষ্ঠানে হাজির হয়ে ওই ছাত্রীর মা, ছেলের ভাই সহ ওই ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে থানায় নিয়ে আসে। এভাবে নিজের বাল্যবিবাহ নিজে রুখে দেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
ঘটনাটি ঘটে সোমবার রাত ১২টায় ভোলার মনপুরার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৮নং ওয়ার্ডে ওই ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর বাবার বাড়িতে। ওই ছাত্রী দক্ষিণ সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ওই ছাত্রীর মা জাহানারা বেগম মেয়েকে (৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী) পড়াশুনার করাবেন ও ১৮ বছরের আগে বিবাহ না দেওয়ার মুছলেকা দিলে ছেড়ে দেন ওসি। একইভাবে অপ্রাপ্ত বয়স্ক জেলের ভাই মোঃ ফারুক ২১ বছরের আগে ভাইকে বিবাহ করাবেন না বলে মুছলেকা দিলে তাকেও ছেড়ে দেন ওসি।
৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জানান, দক্ষিণ সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সভায় ওসি সাইদ আহমেদ বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের করণীয় সর্ম্পকে বক্তব্যদেন। পরে ওসি নিজের মোবাইল নাম্বার সবাইকে খাতায় লিখেতে বলেন। ওই নাম্বার খাতা থেকে বের করে মোবাইলে ফোন দেন। পরে ওসি গিয়ে বাল্যবিবাহ রুখে দেওয়ার পাশাপাশি পড়া-লেখার সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানান ওই ছাত্রী।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিজের বাল্যবিবাহ নিজে রুখে দেওয়ার সাহসীকতার জন্য ওই ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে মনপুরা থানা থেকে পুরুস্কৃত করা হবে। ওই ছাত্রীর মা ও অপ্রাপ্ত বয়স্ক জেলের ভাইকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৩:২৭   ২৬৮ বার পঠিত