ভেদুরিয়ায় ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভেদুরিয়ায় ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রবিবার, ২১ নভেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ক্রীড়া পরিদপ্তর ঢাকা কর্তৃক অনুমোদিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২১-২২ অনুযায়ী ভোলার ভেদুরিয়ায় অনুর্ধ্ব ১২-১৬ বছর বয়স্ক ছেলেদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ও ২০ নভেম্বর-২০২১ তারিখে ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক তত্ত্বাবধায়নে সদর উপজেলার ব্যাংকেটর হাট কো-অপারেটিভ হাই স্কুল মাঠে স্কুল কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

---

প্রতিযোগিতায় ফাতেমা খানম একাদশ ও ব্যাংকের হাট হাই স্কুল একাদশ ফাইনাল খেলায় ১-০ গোলে ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১নং ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম।
ুএসময় কক্তারা বলেন, বর্তমান সরকার আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাদক হতে দূরে রাখতে, জঙ্গিবাদ রুখতে, ইভটিজিং, অপসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ হতে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বারোপ করেন। এছাড়া বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। খেলায় প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:২৮   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সদন বিতরণ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গ্রামীণ খেলার পুরস্কার বিতরণ ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন



আর্কাইভ