বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় এবার স্বামী নির্যাতনের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় এবার স্বামী নির্যাতনের অভিযোগ
রবিবার, ২১ নভেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় এবার স্বামী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে স্বামী নির্যাতনের এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে স্বামীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে অভিযুক্ত স্ত্রী ইয়াসমিন বেগম।

হামলার শিকার মামুন জানান, ২০১৯ সালে নম্বর মাসে উত্তর দিঘলদীর ৪নং ওয়ার্ডের শাহজাহানের তালাক প্রাপ্তা মেয়ে ইয়াসমিন বেগমকে বিবাহ করেন মামুন। বিয়ের কয়েক মাস পর ইয়াসমিন শ্বশুর বাড়ি না গিয়ে বাবার বাড়ি থাকতে চায়। এ নিয়ে মামুনের সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ হয়। একাধিকবার সালিশ মীমাংসাও হয়। এরপরও ইয়াসমিন স্বামী মামুনকে জিম্মি করে বিভিন্নভাবে নির্যাতন চালানো অব্যহত রাখে। মামুন মান-সম্মানের ভয়ে নীরবে স্ত্রীর সকল অত্যাচার নির্যাতন সহ্য করে যাচ্ছিল। এদিকে ইয়াসমিন বেগম তার পিতার বাড়িতে থাকার সুবাদে বিভিন্ন ব্যক্তির সাথে অপকর্ম জড়িয়ে পড়ে। স্ত্রীর এসব অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় ইয়াসমিন আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। সর্বশেষ গত ১৯ তারিখ শুক্রবার সন্ধ্যার পরে মামুন শ্বশুর বাড়ি গেলে মামুনের উপর হামলা করে ইয়াসমিন। মামুনকে মারধর করে আটকে রেখে পুলিশে দেওয়ার হুমকি দেয়। এ সময় ইয়াসমিন জানায় মামুনের বিরুদ্ধে সে যৌতুক ও নারী নির্যাতন মামলা দিয়েছে। এক পর্যায়ে মামুন পালিয়ে আসার চেষ্টা করলে ইয়াসমিন ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এসময় পাশ্ববর্তি মহিলারা এসে মামুনকে রক্ষা করে।
স্থানীয়রা জানান ইয়াসমিন তার প্রথম স্বামীসহ এলাকার অনেক লোককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
এবিষয়ে ইয়াসমিন জানান, মামুনের সাথে তার বনিবনা হয়না। তাই তিনি মামুনের বিরুদ্ধে নারী শিশু মামলা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৪৪   ৩৫৭ বার পঠিত