খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিসার দাবীতে ভোলায় বিএনপির গণ-অনশন

প্রচ্ছদ » জেলা » খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিসার দাবীতে ভোলায় বিএনপির গণ-অনশন
শনিবার, ২০ নভেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবীতে গণ-অনশন কর্মসূচী পালন করেছে ভোলা জেলা বিএনপি। শনিবার (২০ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচী সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টায় সমাপ্ত হয়।

---

ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-অনশনে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান মিন্টু মোল্লা, সিনিয়র যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির সোপান, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, ইয়ারুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ভিপি, সিনিয়র সহসভাপতি ফখরুল আলম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা শ্রমিক দলের সাধারণ স¤পাদক (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন তালুকদার, জেলা যুবদল নেতা জিয়াউর রহমান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আবদুল্লাহ আল ইসলাম রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ রুবেল, জিএম সানাউল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের পদপ্রত্যাশী জিয়া উদ্দিন জিয়া, ফয়জুল হক নকীব, আবদুল লতিফ টিটু, মোঃ বিল্লাল হোসেন, পৌর যুবদলের পদপ্রত্যাশী মোঃ মহিবুল্লাহ, মোঃ আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরতর অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। তাকে বিদেশে যেতে দিচ্ছে না। এটা সাবেক প্রধানমন্ত্রীর সাথে অবিচার ও অন্যায় করা হচ্ছে। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যদি অতিদ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করতে না দেওয়া হয় তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। বক্তারা বলেন, আজ গঠনতন্ত্রকে হত্যা করা হয়েছে। দেশে এক নায়কতন্ত্র কায়েম করা হচ্ছে। সাধারণ মানুষ এই সরকারের কর্মকা-ে ফুসে উঠেছে। এখনই সময় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটানো।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৭   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় মহানবী (সা.)কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
ক্যাপসিকাম চাষে ঝুঁকছেন ভোলার কৃষকরা
ভোলায় তরমুজের ক্রেতা নাই
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে



আর্কাইভ