মনপুরায় পাবলিক লাইব্রেরী উদ্বোধন

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় পাবলিক লাইব্রেরী উদ্বোধন
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১



মনপুরা প্রতিনিধি ॥
“স্বপ্ন যখন সত্যিকারের ডানা মেলে, তখনই প্রকৃত স্বপ্নটির ছোঁয়া মিলে” ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার মাষ্টার হাটে তরুণদের নিয়ে কাজ করে এমন একটি স্থানীয় সামাজিক সংগঠন তরু এসোসিয়েশনের উদ্যোগে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘পাবলিক লাইব্রেরী’র উদ্বোধন করা হয়। মঙ্গলবার ১৬ নভেম্বর দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী। এসময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তরুণদের পক্ষ থেকে তরু এসোসিয়েশনের সভাপতি বক্তব্য রাখেন।

---

এসময় তারা লাইব্রেরীর উদ্বোধন শেষে তরু এসোসিয়েশনসহ যারা এমন একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে সাধুবাদ জানান। তারা বলেন, আগামীর তরুণ প্রজন্ম গ্রন্থগত বিদ্যার পাশাপাশি জ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করা উচিত। বর্তমান প্রজন্ম বই বিমুখ হয়ে পরেছে। তাই তাদের ইতিহাস এবং সাহিত্য সংস্কৃতি জানার জন্য বইয়ের বিকল্প নেই। পাড়া মহল্লায় এবং ঘরে ঘরে লাইব্রেরি প্রতিষ্ঠার অনুরোধ করেন বক্তারা। পাশাপাশি এই লাইব্রেরীটিকে আরও সমৃদ্ধ করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, তার দাবি লাইব্রেরীটি বিভিন্ন কাব্যগ্রন্থ এবং সাহিত্যের ২০০ এর অধিক বই নিয়ে কার্যক্রম শুরু করলেও নতুন নতুন পাঠক সৃষ্টি এবং পুরাতন পাঠক ধরে রাখার জন্য আরও বেশি বই দরকার। নতুন গড়ে ওঠা এই লাইব্রেরির জন্য তিনি সর্বমহলের কাছে পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সবমিলিয়ে জমজমাট বর্ণময় পরিবেশে জন্ম নিলো নতুন এক পাঠাগার। মোবাইলের এই সর্বগ্রাসী আবহে আগামী তরুণ প্রজন্মের জন্য কিছুটা হলেও আশার আলো।

বাংলাদেশ সময়: ২৩:০৯:১৯   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় গাঁজাসহ এক মুদি ব্যবসায়ীকে আটক
মাছ পরিবহনের ট্রাক উল্টে ড্রাইভারসহ মনপুরার ৩ মৎস্য শ্রমিক নিহত
মনপুরায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় রাতভর ত্রিমুখী সংঘর্ষ ॥ মেম্বার প্রার্থী-পুলিশসহ আহত অর্ধশতাধিক
মনপুরায় ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
মনপুরায় হোন্ডা দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
মনপুরায় বাজারে স্থাপিত সরকারি সোলার ল্যাম্পপোস্ট ভেঙ্গে ফেলেছে যুবলীগ সভাপতি
মনপুরায় আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় জেলেদের মারধর করে চাউল ছিনিয়ে নিয়ে যাওয়ার পর উদ্ধার করে দিলেন ইউএনও
মনপুরার ২টি ইউপি নির্বাচন ৯ মার্চ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
আশ্রয়ন প্রকল্পের নির্মানাধীন ঘরের কাজ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক



আর্কাইভ