বুধবার, ২০ মার্চ ২০২৪

জনগনের সেবা করাই ইউপি সদস্য সবুজের মূল লক্ষ্য

প্রচ্ছদ » দৌলতখান » জনগনের সেবা করাই ইউপি সদস্য সবুজের মূল লক্ষ্য
বুধবার, ১৭ নভেম্বর ২০২১



---

দৌলতখান প্রতিনিধি ॥
দেশের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোলার দৌলতখান উপজেলাধীন চরপাতা ইউপি নির্বাচনে ৬নং ওয়ার্ডে নিকটতম প্রতিদ্বন্দ্বির সাথে ২০৪ ভোটের ব্যবধানে সোহরাব হোসেন সবুজ মেম্বার পদে জয়ী হয়েছে। গত ১১ই নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় প্রার্থী সবুজ। তার নির্বাচনী এলাকা ৬নং ওয়ার্ডে মোট ৫ জন প্রার্থীর মধ্যে বিএনপি দলীয় দুজন প্রার্থীর মধ্যে সবুজ ছিলেন একজন। এক প্রশ্নের জবাবে সবুজ বলেন, “সরকার দলীয় একাধিক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করা আমার জন্য কঠিন ছিলো। তবে বিশ্বাস ছিলো যে, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে নিশ্চই আমি জয়ী হবো। আর সব শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনতার রায় আমার পক্ষে এসেছে। তাই তিনি বলেন, “জনতার রায় বুঝা বড় দ্বায়”। তিনি আরো বলেন, জনগন আমাকে তাদের খেদমত করার সুযোগ দিয়েছে আমিও তাদের সুখে-দুখে পাশে থাকবো, ইনশআল্লাহ।
উল্লেখ্য চরপাতা ইউনিয়নের কাজির হাট এলাকার তালুকদার বাড়ির ছেলে সবুজ আরো একবার একই ওয়ার্ডের মেম্বার ছিলেন।

বাংলাদেশ সময়: ১:৩২:৩০   ৩৪০ বার পঠিত