বুধবার, ২০ মার্চ ২০২৪

বিচারক সোহেল স্মরণে ভোলায় দোয়া ও ফুলের শ্রদ্ধা জ্ঞাপন

প্রচ্ছদ » আইন ও আদালত » বিচারক সোহেল স্মরণে ভোলায় দোয়া ও ফুলের শ্রদ্ধা জ্ঞাপন
রবিবার, ১৪ নভেম্বর ২০২১



---

সাহাদাত শাহিন ॥
ভোলার সন্তান বিচারক সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ হত্যা দিবসে রোববার বিচারক, আইনজীবীরা মৌন র‌্যালী করেন। পরে শহরের কালীবাড়ি সড়কে সোহেল আহমেদের বাড়ি সংলগ্ন কবরে ফুলের শ্রদ্ধাজ্ঞাপন করেন। রোববার সকাল ৯টায় আদালত পাড়া থেকে মৌন র‌্যালি বেড় হয়ে সোহেল আহম্মেদের বাড়ি গিয়ে দোয়া অনুষ্ঠানে অংশ নেন বিচারক ও আইনজীবীরা। এ সময় জেলা ও দায়রা জজসহ আইনজীবীরা দেশে যেন আর কখনও জঙ্গির উত্থান না ঘটে তার দাবি জানান। কর্মসূচিতে জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের নেতৃতে অংশ নেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা জজ) নুরুল আলম নিপু, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, ভোলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ ফরিদুর রহমান, আইনজীবী সমিতির সম্পাদক নুরুল আমিন নুরনবী, বারের সাবেক সভাপতি সৈয়দ আরশরাফ হোসেন লাভু পিপি, এডভোকেট হুমায়ুন আহম্মেদ পিপি নারী শিশু, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা। এ ছাড়া জজশিপের স্টাফরাও এতে অংশ নেন।
এদিকে সোহেল আহম্মেদের চাচাত ভাই সাবেক সিভিল সার্জন ডাঃ ফরিদ আহম্মেদ জানান, ২০০৫ সালের এই দিনে ঝালকাঠিতে কর্মরত দুই বিচারকের উপর বোমা হামলা করে জঙ্গিরা। ওই দিন দুই বিচারকরাই ঘটনাস্থলে মারা হন। পারিবারিক কবর স্থানে সোহেলকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩২:২৯   ৮১৫ বার পঠিত