বুধবার, ২০ মার্চ ২০২৪

পূবালী ব্যাংক লিমিটেডের কুঞ্জেরহাট উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রচ্ছদ » অর্থনীতি » পূবালী ব্যাংক লিমিটেডের কুঞ্জেরহাট উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
প্রান্তিক এলাকায় গ্রাহক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘পূবালী ব্যাংক লিমিটেড’, কুঞ্জেরহাট উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ‘পূবালী ব্যাংক লিমিটেড’ এর নতুন উপশাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড, বরিশাল অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মহসীন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ তরিকুল ইসলাম, বরিশাল শাখা সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ আরিফ রব্বানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পূবালী ব্যাংক লিমিটেড ভোলা শাখার ব্যবস্থাপক মোঃ শাফায়েত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, পূবালী ব্যাংক লিমিটেড কুঞ্জেরহাট উপশাখার ইনচার্জ মোঃ আসলাম মিয়া।

---

এসময় বক্তারা বলেন, পূবালী ব্যাংক লিমিটেড ৬২ সাল থেকে জনগনের সেবা দিয়ে আসছে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক যুগ ধরে গ্রাহক সেবার মাধ্যমে সুনামের সাথে এখনো সগৌরবে পরিচালিত হয়ে আসছে। এটি বাংলাদেশের পুরাতন ব্যাংক। মানুষের ভালোবাসা ও সুনাম অর্জনের মাধ্যমে পূবালী ব্যাংক দীর্ঘ পথ পারি দিয়েছে। এই ব্যাংকের মূল লক্ষ্য হলো জনগনকে সেবা নিশ্চিত করা। তাই মানুষের দৌঁড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্যই প্রান্তিক এলাকাগুলোতে পূবালী ব্যাংক নতুন শাখা প্রতিষ্ঠা করছে। তারই ধারাবাহিকতায় কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের উপশাখার দেওয়া হয়েছে। এখানে গ্রাহকরা নিশ্চিত লেনদেন করতে পারবেন। তাই এখানে নির্ভয়ে লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭:০০:৩৮   ৪৪১ বার পঠিত