মনপুরায় পানি খাওয়া নিয়ে বৌ-ভাত অনুষ্ঠানে মারধরে আহত ৫

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় পানি খাওয়া নিয়ে বৌ-ভাত অনুষ্ঠানে মারধরে আহত ৫
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১



---

মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় বৌভাত অনুষ্ঠানে যৌতুক না দেওয়ায় পানি খাওয়া নিয়ে তর্ক-বির্তকের জেরে মারামারি ঘটনা ঘটে। এতে কণে পক্ষের মা, ভাই-বোনসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করে। সোমবার এই ঘটনায় কণের বাবা আইয়ুব আলী মনপুরা থানায় লিখিত অভিযোগ করেন। পরে মনপুরা প্রেসক্লাবে এসে ওই ঘটনায় অভিযোগ করছেন কণের মা, ভাই ও ভাবি।
রোববার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৬নং ওয়ার্ডে জামাই আল-আমিনের বাড়িতে বৌভাতে মারামারির ঘটনা ঘটে। মারধরে আহতরা হলেন, কণের মা নুর নাহার বেগম, বোন কমলা, ভাই নাজিম, ভাবি মুক্তা ও চাচাতো ভাই খলিল। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে।
কণের মা নুরনহার বেগম জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নুরনবীর ছেলে আল-আমিনের কাছে গত বৃহস্পতিবার আমার মেয়ে তানজিলা আক্তার মিমের বিবাহ দেই। বিয়ের দুইদিন পর গত রোববার জামাই বাড়িতে বৌভাত অনুষ্ঠানে যাই। সেখানে ঘটক রুবেল ১০ হাজার টাকা দাবী করে। পরে জামাই পক্ষের লোকজন জামাইর জন্য যৌতুক ও মেয়ের জন্য জামা-কাপড় নিয়ে আসেনি কেন কথা বলতে শুরু করে। পরে খাওয়ার টেবিলে পানি খাওয়ার জন্য পানি দিতে বললে তর্ক-বির্তক শুরু করে জামাই পক্ষের লোকজন। একপর্যায়ে ঘটক রুবেল ও ছিদ্দিক সহ আরোও ৫-৭ জন হঠাৎ মারধর শুরু করে। ঘটনার পর থেকে মেয়েকে নিয়ে জামাই আল-আমিন পালিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
এই ব্যাপারে মনপুরার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব অলি উল্লাহ কাজল জানান, বৌভাত অনুষ্ঠানে মারামারি ঘটনা ঘটেছে। কণে পক্ষকে আইনি প্রদক্ষেপ গ্রহনের জন্য বলা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, বৌভাত অনুষ্ঠানে কণে পক্ষের লোকজনকে মারধর করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:৫৫:২৯   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ