হঠাৎ ঝড়ে চরফ্যাশনে ট্রলার ডুবি ॥ নিহত-১, নিখোঁজ-২

প্রচ্ছদ » চরফ্যাশন » হঠাৎ ঝড়ে চরফ্যাশনে ট্রলার ডুবি ॥ নিহত-১, নিখোঁজ-২
সোমবার, ১৮ অক্টোবর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলার চরফ্যাশনে হঠাৎঝড়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি ঘটনা ঘটেছে। এতে জোনায়েদ (৩) নামের এক শিশুর মৃত্যুসহ ২ জন নিখোঁজ রয়েছে।
রবিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার চরকুকরী মুকরী ইউনিয়নের চরপাতিলা এলাকায় মেঘনা নদীতে শসা ও মালবাহী একটি  ট্রলার ডুবির ঘটনায় স্বপন (৩০) নামে এক যুবক ও তার মা বিলকিস বেগম (৫০)  এখবো নিখোঁজ রয়েছে।

---

এ ঘটনায় চরমানিকা আউটপোষ্ট কোষ্টগার্ড কমান্ডার এম ওয়ালিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুর দেরটার দিকে উপজেলার চর পাতিলা থেকে শসা বোঝাই একটি ট্রলারে করে ৯ জন চর কচ্ছপিয়া ঘাটে আসার সময় হঠাৎ  ঘুর্ণিঝড়ের কবলে পটে ট্রলার ডুবেযায়। খবর পেয়ে আমাদের কোষ্টগার্ড টিম সেখানে উদ্ধার অভিযান চলমান আছে।
এ সময় জোনায়েদ (৩) মৃত সহ ৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় স্বপন (৩০) নামে এক যুবক ও তার মা বিলকিস বেগম (৫০) এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এ সময় উদ্ধার টিমে থাকা কোষ্টগার্ড এলএস আবদুল্লাহ আল মামুন জানান, পানির তীব্র সোরতে ও উত্তাল ঢেউয়ের কারনে স্বপন (৩০) বিলকিস বেগম (৫০) পানির গভীরে হারিয়ে যাওয়ার ফলে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাৎক্ষনিক বাকিদের উদ্ধার করে আউটপোষ্টে নিয়ে আসলে কোষ্টগার্ড ল্যেফটেনেন্ট সার্জেন্ট মেডিকেল অফিসার শাহনেওয়াজ জোবায়েরকে মৃত ঘোষনা ও আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে প্রেরন করেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখওয়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি। আমরা কোস্ট গার্ডদের সমন্বয়ে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। কোন কারনে ব্যর্থ হলে ডুবুরি আনা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০:৫৬:০১   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ইডেনের ছাত্রীর ৫ দিন ধরে অনশন, পালিয়েছে প্রেমিক
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিয়ের দাবিতে চরফ্যাশনে প্রেমিকের বাড়িতে ইডেন কলেজ ছাত্রীর অনশন
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
চরফ্যাশনে হাসপাতালে গৃহবধূর মৃত্যু সংবাদেই স্বামীসহ সবাই লাপাত্তা
মাদ্রাসা শিক্ষার্থীকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন
চরফ্যাশন-মনপুরার তিন ইউপি চেয়ারম্যান শপথ নিলেন
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু



আর্কাইভ