বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ইলিশ কেন্দ্রিক অর্থনীতি বৃদ্ধি করতে হলে মা ইলিশ সংরক্ষন অভিযান সফল করতে হবে

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ইলিশ কেন্দ্রিক অর্থনীতি বৃদ্ধি করতে হলে মা ইলিশ সংরক্ষন অভিযান সফল করতে হবে
শনিবার, ১৬ অক্টোবর ২০২১



আদিল হোসেন তপু ॥
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন, দেশের ইলিশ কেন্দ্রিক অর্থনীতি বৃদ্ধি করতে হলে মা ইলিশ সংরক্ষণসহ বিভিন্ন অভিযান সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলেই ইলিশের উৎপাদন বাড়বে বলে জানান। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে জেলা টাস্কফোর্স কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য এ কথা জানান।
তিনি আরো বলেন, দেশে বর্তমান ৪৫ লাখ মেট্রিক টনের একটু বেশি মাছ উৎপাদন হয়। তার মধ্যে ২০২০-২১ অর্থ বছরে ৫ লাখ ৭০ হাজার মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদন হয়েছে। তিনি আরো জানান, ইলিশ মাছ দেশের জিডিপিতে ১% ভূমিকা রাখছে। আমরা আশাকরি এবছর আরো বাড়বে।

---

যা দেশের অর্থনীতিকে আরো বিকাশিত করবে। দেশের মোট ইলিশের একটা বড় অংশ জোগান দেয়া হয় ভোলা থেকে। গত বছর এই জেলা থেকে ১ লাখ ৭৫ হাজার ৩৯০ মেট্রিক টন ইলিশ ধরা পরেছে ভোলা থেকেই। সুতরাং এটাই প্রমানিত ভোলাই ইলিশের সবচেয়ে বেশি উৎপাদনকারী জেলা। সেই জন্য ভোলাকে আমরা আলাদাভাবে গুরুত্ব প্রদান করছি। এখানে জেলের সংখ্যা যেমন বেশি তেমনি সরকারি বরাদ্ধ ভিজিএফের সুবিধাও এখানে বেশি বরাদ্ধ দেয়া হচ্ছে জেলেদের কথা চিন্তা করে।
অতিরিক্ত সচিব আরো বলেন, সরকার চায় জাতীয় মাছ ইলিশের আরো সমৃদ্ধি ঘটাতে। ইলিশ কেন্দ্রিক অর্থনীতিকে আরো সমৃদ্ধি করতে। ইলিশ যেন জাতীয় আয়ের ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখে সেজন্য সরকার চেষ্টা করছে। তার জন্য আমাদের সকলকে ইলিশ উৎপাদন বাড়াতে সার্বিক সহযোগিতা করতে হবে। আমরা এই ইলিশ মাছ কেন্দ্রিক অর্থনীতির পরিধি বাড়াতে জেলে-মৎস ব্যবসায়ীসহ সকলকে সচেষ্ট হতে হবে। তাহলে সাগরে ও নদীতে ইলিশ মাছ বাড়বে বলে আশা করেন।
অতিরিক্তি সচিব আরো বলেন, দেশের মোট ইলিশে একটি বড় অংশ ভোলা থেকে উৎপাদিত হয়। তাই ভোলাই হচ্ছে ইলিশ উৎপাদনের সবচেয়ে বেশি একক জেলা যেখান থেকে বড় একটি অংশ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে বলে জানান।
ভোলা জেলা প্রশাসক ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, ইলিশ মাছকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। তিনি আরো জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে এ বছর ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বরফকল বন্ধ রাখা, বাজার মনিটরিং এবং স্থানীয় মৎস্যজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সচেতনতা ও প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে বাধা সৃষ্টি করলে কোনো রকম ছাড় দেয়া হচ্ছে না বলে জানান।
ভোলা মৎস্য অধিদপ্তর ভোলার আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা  এস এম আজহারুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন মৎস্য বিভাগের বিভাগীয় উপ-পরিচালক আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হালদারসহ পুলিশ কর্মকর্তা, কোস্টগার্ড, মৎস্য কর্মকর্তা, জেলে নেতৃবৃন্দ, মৎসজীবি নেতা, সাংবাদিকসহ বিভিন্ন নেতৃবৃন্দররা এসময় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১২ দিনে ১১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে অভিযান পরিচালন করা হয় ২১৮টি, জেলায় জেলে আটক হয়েছে ২৪১ জন, জেল প্রদান করা হয়েছে ৬০ জনকে, ১৮১ জনের কাছ থেকে ৭ লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৫ লাখ ৩১ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। ১ হাজার ৪০ কেজি মাছ জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০৭   ২৯৩ বার পঠিত