বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রী কৃষকের ভাগ্য বদলে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন: এমপি শাওন

প্রচ্ছদ » জেলা » প্রধানমন্ত্রী কৃষকের ভাগ্য বদলে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন: এমপি শাওন
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১



শাহিন আলম মাকসুদ, লালমোহন ॥
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় বলিষ্ঠ নেতৃত্বে দেশে এতো উন্নয়ন। তাঁর হাতে নেতৃত্ব থাকা মানে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকের ভাগ্য বদলে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করার ক্ষেত্রে বিশ্বের কাছে আজ রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা বাঙালি জাতির গর্ভ।
বুধবার (১৩ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত লামোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উপলক্ষে আলোচনায় অংশগ্রহণ শেষে কৃষকদের মাঝে সেচযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

---

উপজেলা নির্বাহী অফিসার পল্ব কুমার হাজরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম মন্জু তালুকদার, আ ন ম শাহাজামাল দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম শাহাবুদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল মাতাব্বর, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া প্রমুখ।
তার আগে উপজেলা প্রশাসন ও লালমোহন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ ও সিপিপির ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনায় সভায় অংশগ্রহণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।
বিকেলে লালমোহন সদর ইউনিয়নে ছাত্রলীগ আয়োজিত ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্র্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি মাননীয় এমপি আলহাজ্ব নুুরুন্নবী চৌধুরী শাওন।

বাংলাদেশ সময়: ০:৪২:৪৪   ৩০৩ বার পঠিত