বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ভোলাতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে ভোলা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, জেলা কৃষি অফিস এর উপ পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ, ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, সদর উপজেলা নির্বাহী অফিসা মিজানুর রহমান প্রমুখ।

---

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার দুর্যোগ এর পূর্ব প্রস্তুতি নিশ্চিত করার কারনে আজ প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হচ্ছে। আর এর শুরু হয়েছে  জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর  রহমান সর্বপ্রথম জানমালের ক্ষয়ক্ষতি রক্ষায়  জনগনকে সম্পৃক্ত করে  জনবান্ধব দুর্যোগ ঝুকিঁহ্রাস মূলক কর্মসূচি শুরু করেন। এর হাত ধরেই আজকে দুর্যোগ টেকসই উন্নয়ন করা সম্ভব হয়েছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্যোগ সহনীয় বাড়ীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ০:৪০:৪৭   ২৯৮ বার পঠিত