বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চরফ্যাশনে ৩ শিক্ষকের জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে ৩ শিক্ষকের জরিমানা
শনিবার, ৯ অক্টোবর ২০২১



লালমোহন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনে ডিগ্রী ২য় বর্ষের উন্মুক্তের ইংরেজি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে অনৈতিকভাবে প্রবেশের দায়ে তিন শিক্ষককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-নোমন। শুক্রবার সকালে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রে অনৈতিকভাবে প্রবেশ করে জরিমানাপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ফারুক রানা, মনিরুজ্জামান মনির ও আবুল কালাম। এরা সকলে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ রয়েছে এরা পরীক্ষা কেন্দ্রে নকল সরবারহের জন্যই প্রবেশ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-নোমান বলেন, যাদের জরিমানা করা হয়েছে তারা পরীক্ষা কমিটির কোনো কার্যক্রমের সাথে জড়িত ছিল না। অন্যায়ভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় এসব শিক্ষককে জরিমানা করা হয়েছে।

---

ইউএনও আরও বলেন, চরফ্যাশন উপজেলায় শতভাগ স্বচ্ছ ও নকল মুক্ত পরিবেশে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে কোনো প্রকার অসধুপায় অবলম্বন করতে দেয়া হবে না।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৬   ৪০৮ বার পঠিত