বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বোরহানউদ্দিনে তালবীজ বপন

প্রচ্ছদ » জেলা » শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বোরহানউদ্দিনে তালবীজ বপন
শনিবার, ২ অক্টোবর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
তালগাছে প্রকৃতি সাজাই, জীবন বাঁচাই। বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতে প্রাণহানি কমাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিবন উপলক্ষে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, নদী ভাঙন রোধ, বজ্রপাত, জলবায়ুর বিরূপ পরিবর্তন মোকাবিলায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১০৭৫টি তালবীজ বপন করা হয়েছে।
শনিবার (০২ আক্টোবর) সকালে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘উপকূল ফাউন্ডেশন’ এর আয়োজনে উপজেলার হাসাননগর ইউনিয়নের মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা জুড়ে ও বিদ্যালয় সংলগ্ন সড়কের দুই পাশে এই তালবীজ বপন করা হয়েছে।এই তালবীজ উপকূল ফাউন্ডেশন হাসাননগর ইউনিয়নের সেচ্ছাসেবী সদস্যরা এলাকার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন।

---

এসময় উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. আমীরুল হক পারভেজ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এর উপ-পরিচালক (স্থানীয় সরকার শাখা) রাজিব আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার ও উপকূল ফাউন্ডেশন বোরহানউদ্দিন উপজেলা ইউনিটের উপদেষ্টা মো. সাইফুর রহমান, বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ।
উপকূল ফাউন্ডেশনের সদস্য হাসনাইন আহমেদ হাওলাদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, হাসাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক হাওলাদার, মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। এছাড়াও উপকূল ফাউন্ডেশন লালমোহন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাইম, বোরহানগঞ্জের সেচ্ছাসেবী সাগর চন্দ্র রায়, হাসাননগর ইউনিয়ন এর সেচ্ছাসেবী মুজাহিদ মহাজন, আব্বাস উদ্দীন, মিজানুর রহমান, ইকরাম মাহামুদ, রাহাদ, রাকিব, ইয়ামিন প্রমূখ। এছাড়াও জনপ্রতিনিধি,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক এর উপ-পরিচালক (স্থানীয় সরকার শাখা) রাজিব আহমেদ বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সংগঠনটি যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রসংশনিয়। এভাবে সারাদেশে তাল গাছ বপন করলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, নদী ভাঙন রোধ, বজ্রপাত সহ জলবায়ুর বিরূপ পরিবর্তন মোকাবিলায় বিশেষ অবদান রাখবে। এ সময় তিনি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করার আহবান জানান।
এ সময় উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. আমীরুল হক পারভেজ চৌধুরী বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় ও বরন অনুষ্ঠানে শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে অন্তত একটি তালবীজ বপন করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় ও বরন অনুষ্ঠানের তালবীজ বপন করে নতুন উদ্যেগ গ্রহন করার দাবি জানান তিনি।এবং সারাদেশে তালগাছের প্রকৃতির সবুজ বেষ্টনী তৈরি করার আহবান জানান।
উল্লেখ্য, এরআগে মনপুরা ও হাতিয়া উপজেলায় উপকূল ফাউন্ডেশনের আয়োজনে প্রায় ১১ হাজার তালবীজ বপন করেছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ২১:৩৫:০৫   ৪০০ বার পঠিত