ভোলায় ইউনানী চিকিৎসকদের সেমিনার অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ইউনানী চিকিৎসকদের সেমিনার অনুষ্ঠিত
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১



ইয়াছিনুল ঈমন ॥
ভোলায় এ্যাজেন্সি ফর ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (এইড-ক্যাপ) এর মিলনায়াতন সকাল ১০টায় ভোলা সেমিনার -২১, ডিপ্লোমা দেশীয় চিকিৎসাকদের উচ্চ শিক্ষার সেমিনারের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডঃ আতাউর রহমান সাবেক প্রতিষ্ঠানা অধ্যক্ষ কাম অধীক্ষক সরকারী ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ডিমরপুর-১৩ (ঢাবি) ঢাকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার বেন-টি আর এম ০০৩ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক, অধ্যক্ষ ডঃ আতাউর রহমান বর্হিরবিভাগ হাসপাতাল, ভোলা এবং ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের সভাপতি বক্তব্যে ড. আল্লামা হাকীম আতাউর রহমান বলেন, ডিপ্লোমা দেশীয় চিকিৎসাকদের বাংলাদেশে সরকারী /বেসরকারি ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা একান্ত অপরিহার্য।

---

তিনি বলেন, ভোলা ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজসহ অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি। আজ আমার গড়া প্রতিষ্ঠানে বসে আমার বিরুদ্ধাচার করছে। আমার জীবনের সকল স¤পদ বিক্রি করে ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে দান করেছি। হাকীম সুলাইমান, নির্বাহী পরিচালক এ্যজেন্সি ফর ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (এইড-ক্যাপ) এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক এবং ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের সিনিয়র শিক্ষক হাকিম মোঃ মোতাছিম বিল্লাহ, বিশেষ অতিথি হাকিম হাবিবুল্লাহ তাহেরী প্রভাষক ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ, রিসোর্চ পার্সন হাকিম মোঃ মহিউদ্দিন প্রভাষক ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ, ধন্যবাধজ্ঞাপন করেন হাকিম মোঃ আবুল কাশেম, প্রভাষক ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাকিম মোঃ মহিউদ্দিন প্রভাষক ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ, আয়োজনে মেডিসিনাল প্লান্ট¯ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এ্যজেন্সি ফর ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (এইড-ক্যাপ), প্রিন্সিপাল ডঃ আতাউর রহমান এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ২০:৩১:১০   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
ক্যাপসিকাম চাষে ঝুঁকছেন ভোলার কৃষকরা
ভোলায় তরমুজের ক্রেতা নাই
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০ মণ মাছ জব্দ
ভেদুরিয়ায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
সংবাদ প্রকাশের পর শিবপুরে ইফতার সামগ্রী পেল জাহানারা
ভোলায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত



আর্কাইভ