বুধবার, ২০ মার্চ ২০২৪

সেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে জেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

প্রচ্ছদ » জলবায়ু » সেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে জেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
জেলা নাগরিক ফোরামের আয়োজনে ও কোস্ট ফাউন্ডেশন, সিইপিআই প্রকল্পের সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর-২০২১ সকাল ১১টায় মুসলিম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী’র হল রুমে জেলা নাগরিক ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা নাগরিক ফোরামের সভাপতি মোঃ নুরুল ইসলাম। সভায় মোঃ আল মামুনুর রশিদ (সহ-সভাপতি), কামাল উদ্দিন সুলতান (কৃষি বিষয়ক সম্পাদক), মোকাম্মেল হক মিলনসহ নাগরিক ফোরামের সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজজামান।

---

সভাপতি মোঃ নুরুল ইসলাম বলেন, স্থানীয় সরকারকে কার্যকর, শক্তিশালী ও স্বশাসিত করা ব্যতিরেকে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হিসেবে বিবেচনায় নিয়ে এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ ও মতামাত প্রদানের ক্ষেত্র সৃষ্টিতে আমরা স্থানীয় জনগণ ও স্থানীয় সরকারের অংশগ্রহণের প্ল্যাটফর্ম তৈরীর চেষ্টা করা হবে।
সহ-সভাপতি আল মামুনুর রশিদ বলেন, ইউনিয়ন পরিষদ শক্তিশালী করনে জনগণ এবং ইউপি সদস্যদের অবহিতকরনের মাধ্যমে হত-দরিদ্রদের তালিকা করা হলে কার্যক্রম শক্তিশালী হবে। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে বাজেট বরাদ্ধ কম তাই ইউপি সদস্যেদের প্রকল্প কর্মীকে কাজ করার ক্ষেত্রে সহায়তা করা উচিত।
সামাজিক নিরাপত্তা সেবার মানোন্নয়নে জেলা পর্যায়ে নাগরিক সংলাপ ও ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করার বিষয়ে জেলা নাগরিক ফোরামের সদস্যগণ সুপারিশ ও মতামত প্রদান করেন। পরিশেষে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সভাপতি জেলা নাগরিক ফোরামের ত্রৈ-মাসিক সভার সমাপ্তি ঘোষনা করেন।

বাংলাদেশ সময়: ২০:৩০:১২   ৫৭৪ বার পঠিত