বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

মনপুরায় নিহত দুই জেলের লাশ দাফন, নিখোঁজ জেলের লাশ উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় নিহত দুই জেলের লাশ দাফন, নিখোঁজ জেলের লাশ উদ্ধার
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১



আবদুল্লাহ জুয়েল, মনপুরা ॥
বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ভোলার মনপুরায় নিহত দুই জেলের লাশ জানাযা শেষে দাফন করা হয়। তবে শনিবার বিকেল সাড়ে ৪ টায় ডুবে যাওয়া ট্রলার থেকে নিখোঁজ জেলে মিজানুর রহমান লাশ উদ্ধার হয়েছে জানিয়েছে ওসি সাইদ আহমেদ।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানিয়েছেন রোববার (২৬ সেপ্টেম্বর) নিহত দুই জেলে পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। শনিবার বিকেলে উদ্ধার হওয়া নিখোঁজ জেলের লাশ জানাযা শেষে দাফন করা হয়।

---

এছাড়াও শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে নিহত জেলে রুবেল ও একই ইউনিয়নে দাসেরহাট গ্রামে নিহত জেলে মোঃ মাফুর জানাযা শেষে নিজ বাড়ির সামনে দাফন করা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় কামাল মাঝির ট্রলারে করে ডুবে যাওয়া ট্রলারের জীবিত ৮ জেলে ও নিহত দুই জেলের লাশ মনপুরার ভূইয়ার হাটের ব্রিজ সংলগ্ন খাল পাড়ে আনা হয়। এই সময় ডুবে যাওয়া ট্রলারের ১১ জেলের স্বজনরা সহ উপজেলার হাজারো মানুষ খাল পাড়ে অবস্থান করে। কামাল মাঝির ট্রলার খাল পাড়ে পৌঁছালে জেলের স্বজনরা হাউ-মাউ করে কান্না শুরু করে। পরে পুলিশি কার্যক্রম শেষে জীবিত জেলেদের ও মৃত দুই জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উদ্ধার হওয়া দুই জেলের লাশ জানাযা শেষে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৫   ৩৬০ বার পঠিত